Connect with us
ক্রিকেট

ব্যাটারদের ব্যর্থতায় আবারো হারল বাংলাদেশ

Bangladesh failed to turn around against the Irish
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে আর ঘুরে দাঁড়ানো হলো না বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে সহজ ম্যাচ কঠিন করে হেরেছিল টাইগ্রেসরা। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটারদের ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ খুইয়েছে স্বাগতিকেরা। 

আজ শনিবার (৭ ডিসেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে টাইগ্রেসদের ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।

এদিন ফিল্ডিংয়ে নেমে বোলারদের কল্যাণে সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৬৯ রান করা আইরিশদের আজ ১৩৪ রানেই আটকে দেন নাহিদা-জাহনারারা। আয়ারল্যান্ডের পক্ষে ৩৫ রান আসে লরা ডিলানির ব্যাট থেকে। এছাড়া অর্লা প্রেন্ডারগাস্ট ৩২ ও অ্যামি হান্টার ২৩ রান করেন।

আরও পড়ুন:

» প্রথমবার বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা জানালেন তানজিম সাকিব

» শহীদদের শিরোপা উৎসর্গ করল রংপুর, কত টাকা পেল চ্যাম্পিয়নরা? 

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন নাহিদা আক্তার। ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন এই স্পিনার। এছাড়া জাহানারা আল, ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস ১টি করে উইকেট শিকার করেছেন।

রান তাড়ায় নেমে দলীয় ২২ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। দিলারা আক্তার ১০, সুবহানা মুস্তারি ১, নিগার সুলতানা জ্যোতি ৬ এবং তাজ নেহার ২ রান করে ফিরে যান। এরপর শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তারের ব্যাটে কিছু সময়ের জন্য ম্যাচে ফিরেছিল বাংলাদেশ।

তবে দলীয় ৭০ রানের মাথায় স্বর্ণা (২০) ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮৭ রানের মধ্যেই গুটিয়ে যায় টাইগ্রেসরা। শারমিনের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৮ রান। আয়ারল্যান্ডের হয়ে অর্লা প্রেন্ডারগাস্ট ৩টি এবং আর্লিন ক্যালি ও লরা ডিল্যানি সমান ২টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড : ১৩৪/৫ (২০ ওভার)
বাংলাদেশ : ৮৭/১০ (১৭.১ ওভার)
ফলাফল : আয়ারল্যান্ড ৪৭ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট