বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা সুখকর হলো না জামাল ভূঁইয়াদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত ড্র করার আশা নিয়ে মাঠে নামলেও প্রথমার্ধেই চার গোল খেয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। মেলবোর্নের এএএমআই পার্কে বাংলাদেশকে আতিথ্য দেয় সকারুজরা।
ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। হ্যারি সাউত্তার গোলে লিড পায় অস্ট্রেলিয়া। বিরতিতে যাওয়ার আগে আরও ৩ টি গোল হজম করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে জোড়া গোল করেন মিচেল ডিউক।
প্রথমার্ধের পুরোটা জুড়ে আধিপত্য বিস্তার করে খেলে অস্ট্রেলিয়া। প্রথমার্ধে অন টার্গেটে কোন শট নিতে পারেনি বাংলাদেশ, যেখানে অস্ট্রেলিয়ার অন টার্গেট শট ৮ টি। তাছাড়া অস্ট্রেলিয়ার বল দখল ছিলো ৭৫ শতাংশ যেখানে বাংলাদেশের দখলে বল ছিলো মাত্র ২৫ শতাংশ সময়।
আরও পড়ুন: পিচ পাল্টানোর অভিযোগে ভারতকে নিয়ে যা বললো আইসিসি
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এমটি