সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আজ সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ জয়ের লক্ষ্যে একদশে একাধিক পরিবর্তন নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। টাইগারদের পরাজয়ের স্বাদ দিয়ে সিরিজে সমতা ফেরায় তারা। তাই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি দুই দলের জন্যই অঘোষিত ফাইনাল।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজে চমক দেখানো লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়াও তানজিম হাসান সাকিব অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে তার জায়গায় ফিরেছেন মোস্তাফিজুর রহমান। লিটন অফ ফর্মে স্কোয়াড থেকে বাদ পড়ায় ওপেনিংয়ে দেখা যাবে এনামুল হক বিজয়কে। বাদ পড়েছেন তাইজুল ইসলামও।
টস জিতে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেন, ‘আমরা আগে ব্যাট করব। দেখে মনে হচ্ছে শুষ্ক উইকেট এবং আমরা তিনজন স্পিনার নিয়ে খেলছি। এটা দিনের খেলা এবং শুরুর কিছু ওভারে সুইং হবে, যদি আমরা সাবধানে খেলি তবে আমরা ভালো পুঁজি করতে পারি। একাদশে এক পরিবর্তন, দিলশান মাদুশাঙ্কা খেলছেন না। তার পরিবর্তে মহেশ থিকশানা এসেছেন।’
এদিকে টাইগার কাপ্তান শান্ত বলেছেন, ‘হ্যাঁ, গত কয়েকটা খেলায় আমাদের একটা ভালো পরিকল্পনা ছিল এবং আমি মনে করি আজ আমরা বিশেষ কিছু করব। তাসকিন ভালো কাজ করেছে এবং তিনি শরিফুলকে ভালোভাবে সঙ্গ দিয়েছে। আমাদের অন্য বোলাররাও তাদের ভালো সমর্থন করেছে। আমাদের দলে তিনটি পরিবর্তন আছে।’
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুসাল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রামোদ মাদুশান, লাহিরু কুমারা ও মাহিশ থিকশানা।
আরও পড়ুন: ক্রিকেটে ‘স্টপ ক্লক’ পদ্ধতি কী? এক নজরে আদ্যোপান্ত
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এফএএস