পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে দাপুটে জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগ্রেসরা। এবার চতুর্থ ম্যাচে থামল জয়রথ। এই ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। লঙ্কায় উড়তে থাকা বাংলাদেশ অবশেষে মাটিতে নামল।
মূলত এ সিরিজ দিয়ে অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে টিম বাংলাদেশ। কেননা কাগজে-কলমে ‘এ’ দল হলেও এই দলেই আছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানা।
এদিকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার থ্রুস্টানে সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে স্বাগতিদের শুরুতে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৪ রানে থামে লঙ্কানদের রানের চাকা। অল্প লক্ষ্যা তাড়া করতে নেমে ১০৫ রানেই সবকটি উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। এতে লঙ্কানদের হোয়াইট ওয়াশের স্বপ্নভঙ্গ হয় বাঘিনীদের। সিরিজ এখন ৩-১।
আরও পড়ুন :
» টেস্ট সিরিজ : ভারত গেলেন তামিম ইকবাল
» এবার নতুন টি-টেন লিগে নাম লেখালেন সাকিব-তামিম
ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ৩০ রান করার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে পাঁচ নম্বরে নেমে দলের হাল ধরেন সাথয়া সান্দিপানি ও পিউমি ওয়াথশালা। ৪২ বলে ৪৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
পরে মারুফার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিউয়নে ফেরেন পিউমি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৯ রান। মালশা শেহানিকে সঙ্গে নিয়ে অপরাজিত থাকেন সাথয়া। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৬ রান। এছাড়া শেহানি খেলেন ১৪ বলে ২১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন করেছেন মারুফা ও ফাহিমা খাতুন।
জবাবে ব্যাটিংয়ে নেমে মুখ থুবড়ে পরে টাইগ্রেসরা। দুই অঙ্ক (২১ রান) পার হতেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানা (৩৮) ও স্বর্ণা আক্তার (২৮) লড়াই করলে জয় ধরা দেয়নি। সবকটি উইকেটে হারিয়ে ১০৫ রানে থামে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা : ১২৪/৫ (২০)
টার্গেট : ১২৫ (২০)
বাংলাদেশ : ১০৫/১০
ফলাফল : ১৯ রানে জয়ী শ্রীলঙ্কা নারী ‘এ’ দল।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/এসএ