নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের সামনে রয়েছে দুই ম্যাচ। যেখানে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যায়। ঢাকার কিংস অ্যারেনায় খেলা হবে লাল সবুজের প্রতিনিধিদের চলতি মাসের এই দুই প্রীতি ম্যাচ।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে মাঠে নামবে জামাল-মোরসালিনরা। মালদ্বীপের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে দুইদিন বিরতি দিয়ে ১৬ নভেম্বর ফের মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচটিও হবে কিংস অ্যারেনাতে।
এর আগে গেল মাসে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ ফুটবল। যেখানে সমান একটি করে ম্যাচ জয় করে নিয়েছিল উভয় দল। এদিকে চলতি বছর কোন আন্তর্জাতিক ম্যাচই খেলেনি মালদ্বীপ। এর আগে সবশেষ গেল বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল তারা।
আরও পড়ুন:
» সিরিজ হারের পর আইসিসি থেকে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ
» নাহিদ রানার গতিতে মুগ্ধ সিমন্স, যত্ন নিয়ে চান গড়ে তুলতে
» ইংল্যান্ডের মাটিতে এমন রেকর্ড আর কারো নেই!
যেখানে ঘরের মাঠে মালদ্বীপকে ২-১ গোলে হারানোর পর তাদের মাঠে ১-১ গোলে সমতা টেনেছিল বাংলাদেশ। এদিকে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে রয়েছে মালদ্বীপ। যেখানে স্বাগতিকরা রয়েছে ১৮৫ তম অবস্থানে, আর মালদ্বীপ আছে ১৬৩ তম স্থানে।
আগেই জানা গিয়েছিল নভেম্বরের ফিফা ওয়ানডেতে মালদ্বীপের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটির অনুষ্ঠিত হবে আগামীকাল ১৩ নভেম্বর এবং পরবর্তী ১৬ নভেম্বর। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার কিংস অ্যারেনায়। আর দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/এফএএস