Connect with us
ফুটবল

বড় সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল

Bangladesh Football
নতুন কিট স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

গত কয়েকদিন ধরেই দেশের ফুটবলে চলছে সংকট। নারী ফুটবলারদের সঙ্গে কোচের দ্বন্দ্বের কোনো সমাধান আসেনি এখনো। তবে সংকটকালীন সময়ের মাঝেই সুখবর দিল বাফুফে। দীর্ঘদিন পর কিট স্পন্সর যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল।

বাংলাদেশ ফুটবল দলের নতুন কিট স্পন্সর ব্র্যান্ড ‘দৌড়’। এই দেশি প্রতিষ্ঠানের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। যদিও এক বছর পর করা হবে পর্যালোচনা। বাংলাদেশের পুরুষ ও নারী দলের পাশাপাশি বয়সভিত্তিক দলকে ম্যাচ ও অনুশীলন জার্সিসহ পুরো কিট সেট প্রদান করবে দৌড়। নতুন স্পন্সর যুক্ত জার্সি গায়ে জড়িয়ে খেলবেন হামজা-জামাল-সাবিনারা।

বাফুফের নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর দেশের ফুটবলে বড় উন্নতির স্বপ্ন দেখছে ভক্তরা। সকলের প্রত্যাশা পূরণ করে কয়েকদিন আগেই হামজা চৌধুরিকে নিজেদের করে নিয়েছে বাফুফে। তাছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত আরও বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়ের দিকে নজর ফেডারেশনের। তবে কিট স্পন্সর নিয়ে আক্ষেপ ছিল দীর্ঘদিনের। অবশেষে সেটাও পূরণ হচ্ছে।

আরও পড়ুন:

» বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে যে সমাধান দিল বিসিবি

» তামিমকে অধিনায়ক করে ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ

অনেকদিন ধরেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের কিট স্পন্সরের বিষয়টি আলোচনায় ছিল। মূলত হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে দেশি-বিদেশি স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেশ সাড়া মিলেছে। গত কয়েকদিন ধরেই দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলো বাফুফে। অবশেষে একটি দেশি ব্র্যান্ডকেই হামজা-সাবিনাদের কিট স্পন্সর হিসেবে বেছে নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আগামীতে বাংলাদেশ ফুটবলের সঙ্গে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আরও প্রতিষ্ঠান যুক্ত হবে বলে জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড আউটলেটে বাংলাদেশের জার্সির জন্য আলাদা কর্নার এবং নিজস্ব জার্সি শপ চালুর পরিকল্পনাও আছে বাফুফের।

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল