বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত বছর মার্চে সৌদি আরবে তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল। এরপর সাফের ফাইনালে খেলা নাকি সেই ক্যাম্পেরই ফল। এমনটাই জানিয়েছিল ফুটবলাররা। চলতি বছর মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের দুইটি ম্যাচ রয়েছে। ওই দুই ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।
ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলার আগে আবারও সৌদিতে ক্যাম্প করার কথা জানালেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।
ফুটবল ফেডারেশন এ বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়ে কাবরেরা বলেন, ক্যাম্পের পরিকল্পনা এখনও নিশ্চিত নয়। আমি জানি, ফেডারেশন এ ব্যাপারে সেরাটা চেষ্টা করবে। আশা করি দেশের বাইরে ক্যাম্প করতে পারব।’
কাবরেরা আরও বলেন, দল নিয়ে এবার আমাদের প্রত্যাশা অনেক বেশি। সমর্থকরা এই দল নিয়ে গর্ব অনুভব করে। এ বছর আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। লেবানন, ফিলিস্তিন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। কিন্তু বিশ্বাস আছে, আমরা আগেই হাল ছাড়ব না। বড় কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।’
ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শেষ হবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপরেই শুরু হবে ক্যাম্প।
আরও পড়ুন: ফিফা দ্য বেস্ট’-এর আদ্যোপান্ত, যেভাবে নির্ধারিত হয় অ্যাওয়ার্ড
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৪/এমএ