বেশ কিছুদিন যাবত অবসর সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ব্যস্ততা নেই ঘরোয়া ফুটবলেও। এছাড়া সরকার পতনের পর রাজনৈতিক পালা বদলে প্রিমিয়ার লিগে একাধিক দলের দল গঠন নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে শোনা যাচ্ছিল আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা। অবশেষে নিশ্চিত হল তার দিনক্ষণ।
যদিও কোচের চাওয়া ছিল ভুটানের বিপক্ষে ঘরের মাঠে খেলার। তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে অ্যাওয়ে ম্যাচ খেলার। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ। আনুষ্ঠানিকভাবে ভুটানের বিপক্ষে বাংলাদেশের এই দুটি অ্যাওয়ে ম্যাচের সূচি ঘোষণা করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। আগামী ৩০ আগস্ট ভুটানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জামাল-জিকোরা।
চলতি বছর নিজেদের সব শেষ আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ খেলেছিল জুনে। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল জামাল ভুঁইয়ার দল। ২০২৪ সালে বিশ্বকাপ বাছাই পর্বের চার ম্যাচসহ মোট পাঁচ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যদিও এর সবকটি ম্যাচেই হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।
বর্তমানে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের র্যাঙ্কিংয়ে ১৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এদিকে ভুটান এই তালিকায় আছে বাংলাদেশের থেকে দুই ধাপ এগিয়ে। যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৯৬.৬৭। অপরদিকে ৯০৪.১ রেটিং পয়েন্ট নিয়ে ১৮২তম অবস্থানে রয়েছে ভুটান। এই সফরে ভালো ফলাফলের মাধ্যমে নিজের অবস্থানের উন্নতি করতে চাইবে বাংলাদেশ।
আরও পড়ুন: জার্মানি জাতীয় দলে অবসরের হিড়িক, এবার বিদায় জানালেন ন্যুয়ার
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এফএএস