Connect with us
ক্রিকেট

পাকিস্তান সিরিজের পর যেন জিততে ভুলে গেছে বাংলাদেশ!

Bangladesh Test Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর যেন জিততেই ভুলে গেছে বাংলাদেশ। সর্বশেষ দুই টেস্ট সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাকানিচুবানি খেয়েছে টাইগাররা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও হারের পথে মেহেদি হাসান মিরাজের দল।

পাকিস্তানের বিপক্ষে এমন ইতিহাসগড়া জয়ের পরে সবগুলো টেস্টেই ব্যর্থ বাংলাদেশ। তাদের এমন ব্যর্থতার পেছনে কারণ কী?

গত কয়েক সিরিজ ধরেই দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ। পেসার-স্পিনারদের কম্বিনেশনে দারুণ পারফরর্ম করছে বোলাররা। তাদের তুলনায় ব্যাটাররাই অনেক বেশি হতাশ করেছেন। বিশেষ করে ওপেনারদের ব্যর্থতাই সবচেয়ে বেশি।। পাকিস্তান সিরিজের পর সবগুলো সিরিজেই ব্যর্থ হয়েছেন ওপেনাররা। উইন্ডিজ সিরিজসহ শেষ পাঁচ টেস্টের ১০ ইনিংসে কেবল একটি অর্ধশতক এসেছে ওপেনারদের ব্যাট থেকে।

আরও পড়ুন:

» বিপিএলকে আকর্ষণীয় করতে উদ্বোধনী অনুষ্ঠানসহ যত আয়োজন

» আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই জিততে চান জ্যোতিরা

ভারতের বিপক্ষে দুই টেস্টে ওপেনিং করেন সাদমান ইসলাম ও জাকির হাসান।প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনিং জুটি ভাঙে ২ রানে। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটি থেকে আসে ৬২ রান। এরপর দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ওপেনিং জুটি ভাঙে যথাক্রমে ২৬ ও রানে ১৮ রানে।

এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ওপেনিং করেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এই সিরিজেও হতাশ করেন এই দুই ওপেনার। প্রথম টেস্টে দুই ইনিংসে ওপেনিং জুটি থেকে আসে ৬ ও ৪ রান। এরপর দ্বিতীয় টেস্টেও একই হাল। প্রথম ইনিংসে ১০ এবং দ্বিতীয় ইনিংসে আসে ১৫ রান।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে বাদ পড়েছেন সাদমান। এর ফলে ওপেনিংয়ে খেলেছেন জয় ও জাকির। এখানেও হতাশ করেছেন তারা। প্রথম ইনিংসে উদ্বোধনী জুটি থেকে ২০ এবং দ্বিতীয় ইনিংসে কেবল ১ রান এসেছে।

সবমিলিয়ে শেষ পাঁচ টেস্টে ওপেনারদের ব্যর্থতাই সবচেয়ে বেশি লক্ষণীয়। তাদের এমন পারফরম্যান্সের প্রভাব পড়ে অন্যান্য ব্যাটারদের ওপর। শুরুতে তাদের উইকেট পতনের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। সেক্ষেত্রে পরবর্তীতে ব্যাটিংয়ে আসা ব্যাটাররাও নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন।

তামিম টেস্টে অনিয়মিত হওয়ার পর ওপেনিংয়ে অনেকবার রদবদল এনেছে বাংলাদেশ। তবে তাদের ব্যাটে এখনো প্রত্যাশিত সাফল্য পায়নি টাইগাররা। তাই ওপেনিং ব্যাটারদের নিয়ে আরো কাজ করতে হবে দলটির। এইখানে গুরুত্ব দিলে টেস্টে বাংলাদেশ আরো ভালো ফলাফল বয়ে আনতে সক্ষম হবে।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট