অ্যান্টিগা টেস্ট দিয়ে গতকাল মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দুই টেস্ট শেষে ডিসেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। তবে সাদা বলের সিরিজের আগে মুশফিকুর রহিমকে ঘিরে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ।
টেস্টের পর এবার ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন মুশফিক। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) একটি সূত্র।
ইনজুরির কারণে চলমান টেস্ট সিরিজেও খেলতে পারছেন না মুশফিক। তবে ওয়ানডে সিরিজের আগে তার সেরে ওঠার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত মাঠের বাইরেই কাটাতে হবে তাকে। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিল) টি-টোয়েন্টি দিয়ে পুনরায় বাইশ গজে ফিরতে পারেন এই অভিজ্ঞ ব্যাটার।
আরও পড়ুন:
» সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের পরও হারল দল
» যুব এশিয়া কাপ-বিশ্বকাপ দুটোই জিততে চান আজিজুল তামিম
চলতি মাসের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পান মুশফিক। এরপর বাকি দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান এই ডানহাতি ব্যাটার।
এদিকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়েন। যার ফলে চলমান টেস্ট সিরিজেও খেলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। তবে চোট থেকে দ্রুতই সেরে উঠছেন তিনি। তবে এমআরআই রিপোর্টের পর জানা যাবে তিনি ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কিনা।
দুই টেস্ট শেষে আগামী ৮ ডিসেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। সাদা বলের সিরিজকে সামনে রেখে চলতি সপ্তাহেই দল ঘোষণা করতে পারে বিসিবি। গুঞ্জন রয়েছে, ওয়ানডে সিরিজ দিয়ে পুনরায় জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলা নিয়ে নানা নাটকীয়তার পর খেলতে পারেননি তিনি। এরপর আফগানিস্তান সিরিজেও খেলেননি এই অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/বিটি