
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে এই সিরিজে বাংলাদেশের স্পিন বিভাগের দায়িত্বে থাকছেন না পাকিস্তানি কিংবদন্তি মুশতাক আহমেদ। তার পরিবর্তে টাইগার শিবিরে দেখা যাবে নতুন কোচ।
মুশতাকের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশি কোচ সোহেল ইসলাম।
সম্প্রতি মুশতাকের সঙ্গে ২ বছরের চুক্তি করেছে বিসিবি। তবে তিনি বছরে ১৩০ দিন বোর্ডের সঙ্গে বিভিন্ন ভূমিকায় কাজ করবেন। যে কারণে সেভাবেই রোটেশন সিস্টেমে কাজ করবেন তিনি এবং গুরুত্বপূর্ণ সিরিজগুলোতেই জাতীয় দলের দায়িত্বে দেখা যাবে তাকে।
আরও পড়ুন:
» রিশাদের বোলিংয়ের প্রশংসায় যা বললেন লাহোর ফ্রাঞ্চাইজির মালিক
» মে মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা, একনজরে ম্যাচসূচি
এদিকে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গতকাল (রোববার) থেকে সিলেটে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোজ মোহাম্মদ সালাউদ্দিনসহ অন্যান্য কোচদের অধীনে শুরু হয়েছে এই অনুশীলন ক্যাম্প।
আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যোগ দেন ক্রিকেটাররা। তবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির জন্য ইতোমধ্যে সিলেটে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ৮ ক্রিকেটার। যেখানে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৫/বিটি
