Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারল না বাংলাদেশের মেয়েরা

Women's T20WC_Bangladesh vs West Indies
বিশ্বকাপে টানা দুই ম্যাচে হার টাইগ্রেসদের। ছবি- সংগৃহীত

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরবর্তীতে টানা দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গেছে টাইগ্রেসরা।

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। ৪৪ বলে ৪ চারের মারে এই রান করেন তিনি। এছাড়া দিলারা আক্তার ১৮ বলে ১৯ এবং সোবহানা মোস্তারি ২২ বলে ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারিশমা রামহারাক ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া ২টি উইকেট নিয়েছেন আফি ফ্লেচার।

আরও পড়ুন:

» প্রথম বাংলাদেশি হিসেবে যে কীর্তি গড়লেন জ্যোতি

» বিপিএল : ১৪ অক্টোবর প্লেয়ার ড্রাফট, কে কোন ক্যাটাগরিতে?

১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ১২.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে নিয়েছে ক্যারিবিয়ানরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৪ রান এসেছে ওপেনার হেইলি ম্যাথিউজের ব্যাট থেকে। আরেক ওপেনার স্টেফানি টেইলর ২৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

এছাড়া শেমেইন ক্যাম্পবেল ২১ এবং দিয়েন্দ্রো দটিন ১৯ রান করেছেন। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট শিকার করেছেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার।

এই হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ৩ ম্যাচের মধ্যে একমাত্র জয়টি এসেছে স্কটল্যান্ডের বিপক্ষে। আগামী ১৪ অক্টোবর গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন জ্যোতিরা।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট