বাংলাদেশের মেয়েদের সামনে সুযোগ ছিল প্রথম বারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের। তবে আজ সিরিজের তৃতীয় ওয়ানডে হেরে তা আর পূরণ হলো না।
শনিবার বেনোনির উইলোমোর পার্কে শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দল। এদিন টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। নির্ধারিত ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩১৬ রান করে প্রোটিয়ারা। পাহাড় সমান রান তাড়া করতে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসরা। ফলে ২১৬ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।
আজ বাংলাদেশ টপ অর্ডারের কেউই পার্ফম করতে পারেননি। দলিও রান যখন ২৮ তত্তক্ষনে সাজ ঘরে ফিরেছেন ৪ ব্যাটসম্যান। তাদের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। মিডল অর্ডারে ফাহিমা ১৫ এবং রিতুর ৩৫ রানে চাপ কিছুটা কমলেও তাতে কোনো লাভ হয়নি।
এরআগে, টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার লরা উলভার্ট আর তাজমিন ব্রিটসের সেঞ্চুরতে ভর করে পাহাড় সমান রান করেন দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেল পাকিস্তান
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/এমএ