Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশের মেয়েরা, বলছেন আসিফ মাহমুদ

Bangladesh women team in World cup and Asif Mahmud
বাংলাদেশ নারী দল নিয়ে আসিফ মাহমুদ। ছবি- সংগৃহীত

দীর্ঘ এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা। নিগার সুলতানাদের এই ম্যাচ সরাসরি শারজায় বসে দেখেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজিব।

সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও এই আসরের মূল আয়োজক বাংলাদেশ। সরকার পরিবর্তনের পর নিরাপত্তা জনিত কারণে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। তাই বাংলাদেশের প্রস্তুতি ও টুর্নামেন্ট আয়োজন দেখতে গেছেন আসিফ মাহমুদ, বিসিবির বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ আরও অনেকে।

গতকাল শারজায় সাংবাদিকদের মুখোমুখি হন আরব আমিরাত সফরে যাওয়া ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিনি বলেন চলতি টুর্নামেন্টে ভালো কিছু অর্জন করবে বাংলাদেশ। এছাড়া সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কিছু কারণও উল্লেখ করেন তিনি। সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশে উন্নতি করতে চান ক্রীড়া অবকাঠামোর।

আসিফ মাহমুদ বলেন, ‘আজকের খেলা দেখার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফলতার ব্যাপারে আশাবাদী। আমি মূলত এসেছি যেহেতু এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল, তবে বিশেষ পরিস্থিতির কারণে আমরা পারিনি। তাই মূল আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে আসা।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ যে আয়োজক, সেটার একটা মূল্য আছে দুবাইয়ে। যেহেতু আমরা আয়োজক, তাই ঘুরে দেখলাম। একই সঙ্গে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি। এখানকার যে ক্রীড়া অবকাঠামো, সেটা বাংলাদেশে আমরা কীভাবে করতে পারি, সেই শিক্ষাটা নিতেই মূলত এখানে আসা।’

তিনি আরও বলেন, ‘নারী ক্রিকেট দল যে অবহেলিত থাকবে না, সেটা আপনারা হয়তো আমার এখানে উপস্থিতি দেখেই বুঝতে পারবেন। নারী ক্রিকেট দলের অর্জন তুলনামূলকভাবে যেহেতু বেশি এবং আমরা আশা করছি, এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে। সামনের দিনগুলোতে তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।’

আরও পড়ুন: যে কারণে মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন গেইল

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট