Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে কঠিন গ্রুপে জায়গা পেল বাংলাদেশ

Bangladesh women team
বিশ্বকাপে গ্রুপ অব ডেথ খ্যাত 'বি' গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। ছবি- সংগৃহীত

চলতি বছরে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৩ অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরটি আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপের নবম আসরের নিজেদের গ্রুপ নিয়ে স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। কারণ বিশ্বকাপে গ্রুপ অব ডেথ খ্যাত ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের।

নারী বিশ্বকাপ আগামী ০৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবরে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে। ১০ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার থেকে উঠে আসা দল। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, ০৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।

উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭ টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে টাইগ্রেসরা। প্রথম দিনেই তাদের প্রতিপক্ষ কোয়ালিফায়ার খেলে আসা দল। মাঝে একদিনের বিরতি দিয়ে ০৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

স্বাগতিকদের তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ১২ অক্টোবর গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এদিন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ খেলেই বাংলাদেশের গ্রুপ পর্বের সমাপ্তি ঘটবে। এই সবকটি ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।

তবে বিশ্বকাপের খেলা শুরুর পূর্বে নিজেদের ঝালিয়ে নিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। প্রতিপক্ষ হিসেবে দুই শক্তিশালী নিউজিল্যান্ড ও প্রতিবেশী ভারত। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে ২৮ সেপ্টেম্বর। একই ভেন্যুতে স্বাগতিকদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হারমানপ্রিত কৌরের ভারত। ম্যাচটি ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচি

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
০৩ অক্টোবর কোয়ালিফায়ার ২ সন্ধ্যা ৭টা মিরপুর
০৫ অক্টোবর ইংল্যান্ড সন্ধ্যা ৭ টা মিরপুর
০৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বিকাল ৩ টা মিরপুর
১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭ টা মিরপুর

আরও পড়ুন: তামিমের ব্যাটিংয়ের প্রশংসায় পাপন, খুঁজছেন লিটনের সমস্যাও

ক্রিফোস্পোর্টস/৫মে২৪/এমএস/এসএ 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট