Connect with us
ক্রিকেট

তাসকিন-ফিজদের দুর্দান্ত বোলিংয়ে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

Bangladesh vs Afghanistan
বাংলাদেশ বনাম আফগানিস্তান। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিং করতে নেমে আফগানদের নাগালের মধ্যেই রেখেছে টাইগাররা। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের দাপুটে বোলিংয়ে ৪৯.৪ ওভারে ২৩৫ রান করে গুটিয়ে গেছে হাশমতউল্লাহ শাহিদীর দল।

এদিন শারজায় শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিধ্বংসী ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে (৫) ফেরান তাসকিন আহমেদ। এরপর দলীয় ৩০ রানের মাথায় দ্বিতীয় উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। মাত্র ২ রান করেই ফিরে যান তিনে নামা রহমত শাহ।

মুস্তাফিজ তার পরের ওভারেই দ্বিতীয় আঘাত হানেন। এবার তার শিকার অভিষিক্ত সেদিকুল্লাহ অটল। ভালো শুরুর আশ্বাস দিয়েও ৩০ বলে ২১ রান করে ফিরে যান এই ওপেনার। একই ওভারে আজমতউল্লাহ ওমরজাইকে শূন্য রানে ফেরান কাটার মাস্টার।

আরও পড়ুন:

» মালদ্বীপের বিপক্ষে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

» আইপিএল নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন যারা 

এরপর গুলবাদিন নাইবকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। তবে দলীয় ৭১ রানের মাথায় গুলবাদিনকে ফিরিয়ে ৩৬ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

পাঁচ উইকেট হারানোর পর হাশমতউল্লাহ ও মোহাম্মদ নবীর ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ষষ্ঠ উইকেটে ১২২ বলে ১০৪ রানের দুর্দান্ত এক জুটি গড়েন তারা। পাশাপাশি দুজনেই অর্ধশত রানের মাইলফলক স্পর্শ করেন।

Mohhammad Nabi batting

৮৪ রানের দুর্নান্ত এক ইনিংস খেলেছেন নবী। ছবি- সংগৃহীত

এই জুটিতে বেশ ভালোভাবেই বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিলো আফগানিস্তান। তবে আবারও তাদের পথের কাটা হয়ে দাঁড়ান মুস্তাফিজ। দলীয় ১৭৫ রানের মাথায় হাশমতউল্লাহকে বোল্ড করে এই জুটি ভাঙেন ফিজ। ৯২ বলে ৫২ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে ফিরে যান আফগান কাপ্তান।

এছাড়া আরেক ব্যাটার নবীকে ফেরান তাসকিন আহমেদ। প্যাভিলিয়নে ফেরার আগে ৭৯ বলে ৮৪ রানের মারমুখী এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। শেষদিকে নাঙ্গেয়ালিয়া খারোতের অপরাজিত ২৭ রানে ভর করে ২৩৫ রানের পুঁজি পায় আফগানিস্তান।

বাংলাদেশের পক্ষে সমান ৪টি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ ও তাসকিন। এছাড়া শরিফুল নিয়েছেন ১ উইকেট।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট