চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে এবার টাইগারদের সামনে সেমিফাইনাল খেলার দারুন সুযোগ ছিল। আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হারাতে পারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে যেত দলটি। তবে ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ে আফগানদের কাছে হেরে সেমির স্বপ্ন থেকে ছিটকে গেছে লাল-সবুজের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সুপার এইট খেলেছে বাংলাদেশ। একবারও সুপার এইটের গণ্ডি পেরিয়ে সেমিফাইনালে খেলার সৌভাগ্য হয়নি দলটির। তবে এ আসরে ৩টি জয় পেয়েছে টাইগাররা, যা এক আসরে তাদের সর্বোচ্চ জয়।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ?
এবারের বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের আসরে প্রাইজমানি রাখা হয়েছে ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩২ কোটি টাকা। এই প্রাইজমানি গত আসরের দ্বিগুণ।
আরও পড়ুন:
» বাংলাদেশকে হারিয়ে যা বললেন আফগানিস্তানের অধিনায়ক
» পারলো না বাংলাদেশ, সেমিফাইনালের স্বপ্নভঙ্গ
এই আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার বা ৯ কোটি ২৪ লাখ টাকা করে।
সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার বা ৪ কোটি ৫০ লাখ টাকা করে পাবে। সে হিসেবে সুপার এইট থেকে বিদায় নেওয়া বাংলাদেশও এই অর্থ পাবে। পাশাপাশি প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার পাবে দলগুলো। সে হিসেবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাবে ৯৩ হাজার ৪৬২ মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
সব মিলিয়ে এই বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।
এর আগে, সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে বোলিং করে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানকে ১১৫ রানেই আটকে দেয় বাংলাদেশ। সেমির জায়গা নিশ্চিতে ১২.১ ওভারে এই রান তাড়া করতে হতো টাইগারদের। তবে নির্ধারিত এই ওভারে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সেমির স্বপ্ন ভঙ্গ হয় শান্তদের। পাশাপাশি ১০৫ রানে অলআউট হয়ে হারের মুখও দেখতে হয় তাদের। আর বাংলাদেশকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান।
ক্রিফোস্পোর্টস/২৫জুন২৪/বিটি