Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

Bangladesh got bad news from ICC
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

টেস্টে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও উন্নতির মুখ দেখেছিল শান্তরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ মৌসুমের পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। তবে সেটা বেশিদিন স্থায়ী হলো না।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ । আজ সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথম টেস্টে নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। ফলে ৩টি পয়েন্ট হারিয়েছে তারা। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একধাপ নিচে নেমে গেছে শান্ত-মুশফিকরা। একইসঙ্গে বাংলাদেশকে জরিমানাও করা হয়েছে। দলের সকল সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে।

আরও পড়ুন:

» সাফ অনূর্ধ্ব-২০: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

» সাকিবকে নিয়ে মুশফিকের বার্তা, আমরা সবসময় পাশে আছি বন্ধু 

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারিয়েছে। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল শান মাসুদের দল। ফলে ৬টি পয়েন্ট হারিয়েছে তারা। একইসঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হবে।

এদিকে আইসিসির নিয়ম ভেঙে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে মোহাম্মদ রিজওয়ানকে বোলিং করার সময় আইসিসির আচরণ বিধি ভঙ করেন তিনি।

সাকিব রান আপ থেকে বল ছাড়ার ঠিক আগ মুহূর্তে স্ট্রাইক প্রান্তে থাকা রিজওয়ান সরে দাঁড়ান। এরপর সাকিব বল না করলেও তা হাত থেকে ছুঁড়ে মারেন স্ট্রাইক প্রান্তে। সঙ্গে সঙ্গে রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি।

পরবর্তীতে এই ঘটনায় নিজের অপরাধ শিকার করে নেন সাকিব। তাকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/বিটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট