সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। দলগত ব্যর্থতার কারণে ২-১ ব্যবধানে সিরিজটি হেরেছে টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলে বেশ কয়েকজন ক্রিকেটার। আর তাতেই আইসিসি থেকে মিলেছে সুখবর।
বুধবার (২৩ নভেম্বর) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে উন্নতির মুখ দেখেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান। তাছাড়া বাংলাদেশিদের মধ্যে বর্তমানে সেরা অবস্থানে রয়েছেন এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৪৭ ও ৭৬ রান করেন তিনি। তবে চোটের কারণে শেষ ম্যাচ খেলতে পারেননি।
আরও পড়ুন:
» ঘরের মাঠে মালদ্বীপের কাছে বাংলাদেশের হার
» মাঠে ফিরছেন তামিম, দিতে হবে ফিটনেস পরীক্ষা
ব্যাটারদের তালিকায় উন্নতির মুখ দেখেছেন মাহমুদউল্লাহও। ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর শেষ ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। এছাড়া সৌম্য সরকারও ৮ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠে এসেছেন।
তবে ব্যাটারদের তালিকায় অবনতি হয়েছে মুশফিকুর রহিমের। ৭ ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নেমে গেছেন তিনি। এছাড়া এই সিরিজে না খেলা লিটন দাস ৮ ধাপ পিছিয়ে ৬৪ এবং তিন ম্যাচেই ব্যর্থ হওয়া হৃদয় ৬ ধাপ পিছিয়ে ৭৬ নম্বরে নেমে গেছেন।
এদিকে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজের। ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে আফগানিস্তানের মুজিব উর রহমানের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন তিনি। আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে ৩ ম্যাচে ১১৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া একধাপ এগিয়ে ৩৯ নম্বরে অবস্থান করছেন তাসকিন আহমেদ। তবে বড় লাফ দিয়েছেন নাসুম আহমেদ। ৪৯ ধাপ এগিয়ে ৭২ নম্বরে উঠে এসেছেন এই স্পিনার।
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/বিটি