গত বছর সাফ অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত ও বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে ভারতের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের কিশোররা। বছর ঘুরতেই সেই একই মাঠে সাফের বয়সভিত্তিক আরেকটি ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারতের তরুণরা।
এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই সাফের মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের সেই ম্যাচে ১-০ তে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফাইনাল জিতে গত বছরের প্রতিশোধ নিতে চাইবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) চলমান এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল। এ ম্যাচে নেপালকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।
আরও পড়ুন:
» আইসিসি থেকে ‘বিশেষ ক্যাপ’ পেলেন নাহিদা
» পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। রোমাঞ্চকর এই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ২০ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর টাইব্রেকারে পাকিস্তানকে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশের তরুণরা।
আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) সাফের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৪/বিটি