নিজেদের সাফ শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলছে দেশের নারী ফুটবলাররা। আর দারুন ভাবেই সবার আগেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে গেল বারের চ্যাম্পিয়নরা। গতকাল প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার লড়াইয়ে এগিয়ে গেছে বাংলার নারীরা।
এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে নেপাল। গত মৌসুমের মতো এবারও সাফের ফাইনালে মুখোমুখি হতে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। আর টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হলো সর্বোচ্চ পাঁচবারের সাফ চ্যাম্পিয়নরা।
গতকাল রাতে নানা নাটকীয়তার ম্যাচে নেপালের কাছে হারতে হয়েছে ভারতকে। ৭১তম মিনিটে গোল করে ভারত ম্যাচের ডেডলক ভাঙে। তবে এরপরই নেপালের এক বিতর্কিত গোল বাতিলের সিদ্ধান্তে খেলা বন্ধ থাকে দীর্ঘসময়। খেলা পুনরায় শুরুর প্রথম মিনিটেই গোল করে সমতায় ফেরে নেপাল।
এরপর টাইব্রেকারে নেপাল ৪-২ গোলে ভারতকে হারিয়ে নিশ্চিত করে সাফের ফাইনাল। এদিকে শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। পাকিস্তানের সঙ্গে ড্র করে বসে সাবিনা খাতুনরা। তবে এরপর আর ফিরে তাকাতে হয়নি পেছনে। পরের ম্যাচেই ভারতকে ৩-১ গোলে পরিবর্তন করে বাংলার মেয়েরা।
আরও পড়ুন:
» মেয়েদের বিগ ব্যাশ লিগসহ আজকের খেলা (২৮ অক্টোবর ২৪)
» নানা নাটকীয়তায় সাফ থেকে ভারতের অশ্রুসিক্ত বিদায়
আর সেমিফাইনালে তো ভুটানকে রীতিমত উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী কাল মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। যেখানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।
এই নিয়ে তৃতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গত ২০২২ এর আগে ২০১৬ সালেও ফাইনালে উঠেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেবার ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। এদিকে সেই আসর ব্যতীত বাকি সব মৌসুমে ফাইনাল খেলার নজির রয়েছে নেপালের।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/এফএএস