Connect with us
ফুটবল

হামজাকে নিয়ে নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ

হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই আজকাল প্রায়ই দেখা যাবে হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা। তেমনটা না হওয়ারও কোনো কারণ নেই। কারণ লাল সবুজের জার্সিতে খেলবেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার, তেমনটাই আশা করছেন সকলে।

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর খেলার বিষয়টি এগিয়েছে অনেক দূর। এরই মধ্যে দেশের হয়ে নিজের পাসপোর্ট হাতে পেয়েছেন এই ফুটবলার। ইংলিশ ফুটবল এসোসিয়েশনের কাছ থেকেও পাওয়া গেছে ছাড়পত্র। এখন শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো নিশ্চিত হতো তার।

আশা করা যায়, সেসব বিষয়েও ক্লিয়ারেন্স পাবেন তিনি। এদিকে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাফুফের নির্বাহী কমিটির সভার আলোচনায় এক প্রকার সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলানো হবে তাকে। এই বিষয়ে নিজেদের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল বাফুফে।

তবে এবার হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছেন লেস্টার সিটির কোচ স্টিভ কুপার। বড় চোটের কবলে পড়েছেন হামজা চৌধুরী। বিবিসিকে তিনি জানিয়েছেন, আঘাত পেয়ে কাঁধ নড়ে গেছে ২৭ বছর বয়সী এই ফুটবলারের। তারা এই বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানান এই কোচ।

কুপার বলেন, ‘এটা স্বাভাবিক বল কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়।  চোট কতটা গুরুত্ব সেটা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। চোটের কারণে কত দিন তার বাইরে থাকতে হবে জানা নেই। সপ্তাহ নাকি মাস, এখনই বলতে পারছি না।’

হামজার প্রশংসা করে তার কোচ বলেন, ‘আমি তার যাত্রাকে সম্মান করি। সে একজন দারুন খেলোয়াড় এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠছে, এটাকেও সম্মান করি। সে খুবই জনপ্রিয়। যেকোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ।’

তবে হামজা চৌধুরীর আকস্মিক এমন চোটে আগামী মাসের ফিফা উইন্ডোতে তার বাংলাদেশের হয়ে খেলা পড়ে গেছে অনিশ্চয়তায়। যদিও কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: দুদিনে টেস্ট জয়ের রহস্য জানালেন রোহিত

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল