সকল সমালোচনা পাশ কাটিয়ে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা। লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য ২ উইকেট ও ৭ বল হাতে রেখেই টপকে যায় বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ঝড়ো ৪০ ও লিটন দাসের অদম্য ৩৬ রানে ভর করে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।
আজ শনিবার (৮ জুন) টেক্সাসে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হাসোন শান্ত। আগে ব্যাট করতে নেমে দারুন শুরু করেছিল শ্রীলঙ্কা। ১৪ ওভারে নিজেদের ১০০ রান পূরণ করে দলটি। বড় পুঁজির আশায় থাকা দলটি শেষ হয় ওভারে বাংলাদেশের বোলিং নৈপুণ্যে তুলতে পারে আর মাত্র ২৪ রান।
১২৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আজও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতেই একে একে সিঙ্গেল ডিজিটে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়েনন লিটন কুমার দাস।
তাদের দুজনের ৩৮ বলে ৬৩ রানের জুটিতে জয়ের আশা জাগায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় খেলেন ২০ বলে ৪০ রানের দুর্দান্ত একটি ইনিংস। উইকেটের এক প্রান্ত আগলে রাখা লিটন দাস ফিরেছেন ৩৮ বলে ৩৬ রান করে। লিটন দাস আউট হলে দলের হাল ধরতে পারেননি সাকিব আল হাসান। ১৪ বলে সাকিব করেছেন মাত্র ৮ রান।
১১৩ রানে বাংলাদেশ নিজেদের অষ্টম উইকেট হারালে চাপে পরে দল। তবে এক প্রান্ত থেকে বাংলাদেশকে জয়ের দিকে টেনে নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। এই জয় বাংলাদেশের বিশ্বকাপের পরবর্তী পথ অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘মুস্তাফিজ-পাথিরানা সেরা বন্ধু’ ম্যাচের আগে চেন্নাইয়ের পোস্ট
ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/এফএএস