প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার) ওয়ানডেতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে দুই দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে দারুণ শুরু করেছে স্বাগতিক দলের মেয়েরা।
দুই দেশের প্রথম ওয়ানডেতে টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলিংয়ে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার ৩টি উইকেট তুলে নিয়েছেন বোলাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় তারা। লিসফোর্ডকে বোল্ড করেন সুলতানা খাতুন। পরে দ্বিতীয় উইকেট শিকার করেন পেসার মারুফা আক্তার। অধিনায়ক অ্যালিসা হিলিকে উইকেটের পেছনে জ্যোতির হাতে বন্দী হন। হিলি ফেরার আগে ২৪ রান করেন। প্রথম উইকেটের মতো তৃতীয় উইকেটও তুলে নেন সুলতানা। পেরি ফেরেন মাত্র ২ রানে।
বাংলাদেশ নারী দল একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোশতারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া নারী দল একাদশ: অ্যালিসা হিলি, ফুবে লিসফোর্ড, এলিসা পেরি, বেথ মুনি, থালিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, কিম গ্রাথ ও মেগান শ্যাট।
আরও পড়ুন: ফোনালাপের রহস্য উন্মোচন করলেন তামিম-মিরাজরা
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/এজে