আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর মাঠে গড়াবে। আসন্ন এই টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে মূল্যবান ৬টি পয়েন্ট তুলে নিয়েছে টাইগ্রেসরা। এতে আসন্ন এই টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের পথ আরো সহজ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার (২ ডিসেম্বর) সিরিজের শেষ তৃতীয় ও ওয়ানডেতে আইরিশদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তিন জয়ে ছয় পয়েন্ট তুলে নিয়ে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের (২০২২-২৫) পয়েন্ট তালিকায় একধাপ এগিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ছাড়িয়ে সাতে উঠে এসেছে টাইগ্রেসরা। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ১৯।
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে পয়েন্ট তালিকায় শীর্ষ ছয়ে থাকা দলগুলো ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। এছাড়া বাকী ৪টি দল কোয়ালিফায়ার রাউন্ড খেলে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।
আরও পড়ুন:
» নিলামে উঠছে ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ, দাম কোটি টাকা
» অল্প বয়সেই না ফেরার দেশে স্বর্ণজয়ী সাদিয়া
ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরপর ২২ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে শ্রীলঙ্কা। আর বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে একধাপ উপরের অর্থাৎ ছয়ে অবস্থান করছে নিউজিল্যান্ড। এছাড়া ১৪ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। এই চার দলের মধ্যে যেকোনো দুই দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।
আটে থাকা পাকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে এই চক্র শেষ করেছে। এছাড়া দশে থাকা আয়ারল্যান্ডের সামনেও শীর্ষ ছয়ে ওঠার সুযোগ নেই৷ তাই এই দুই দলকে বিশ্বকাপে জায়গা নিশ্চিতের জন্য কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে।
বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে বাংলাদেশের সামনে যে সমীকরণ :
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিনটি করে ম্যাচ বাকী রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ম্যাচ বাকী আছে। আর শ্রীলঙ্কা ২২ পয়েন্ট নিয়ে এই চক্র শেষ করেছে।
শেষ তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের পাশাপাশি ভারতের বিপক্ষে খেলবে।
নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে হারে, সেক্ষেত্রে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ জয় পেলেই সেরা ছয়ে থাকতে পারবে। তবে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে দুটোতে জয় পেলেই সেরা ছয় নিশ্চিত। সেক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে পাঁচে উঠে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী বছরের জানুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/বিটি