Connect with us
ক্রিকেট

ভারত সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

Bangladesh has announced the team of India series
১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ছবি- সংগৃহীত

চলতি মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে আজ (মঙ্গলবার) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে নতুন করে ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি।

আগামী ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে ৩০ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

পরবর্তীতে ২ ও ৬ মে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২ টায়। সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৯ মে। যা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।

সিরিজের সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই সিরিজের জন্য গতকাল (১৫) এপ্রিল ১৬ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী দল।

বাংলাদেশ নারীদের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।

অতিরিক্ত: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।

ভারতীয় নারীদের ১৬ সদস্যের দল

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা, শেফালি বর্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ, যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

আরও পড়ুন: সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ 

ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট