Connect with us
ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা

bangladesh Football TEam
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

ম্যাচ না খেলেও সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ভুটানের বিপক্ষে। সেটাও আবার গত (সেপ্টেম্বর) মাসের ৮ তারিখে। এরপর আর ফুটবল নিয়ে মাঠে নামা হয় নি লাল সবুজের প্রতিনিধিদের। এত লম্বা সময় মাঠের বাইরে থাকার পরেও র্যাংকিংয়ে সুখবর পেয়েছে জামাল ভূঁইয়ারা।

ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে ১৮৫ নম্বরে উঠে এসেছে। এদিকে ১৮৫ নম্বরে থাকা সামোয়ার সাম্প্রতিক টানা খারাপ পারফর্ম করায় র্যাংকিংয়েও এর প্রভাব পড়েছে। একধাপ নিচে নেমে এখন অবস্থান করছেন ১৮৬ নম্বরে। তবে র্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবনতিটা হয়েছে তিউনিসিয়ার। ১১ ধাপ পিছিয়ে বর্তমানে অবস্থান করছে ৪৭ নম্বরে।

এদিকে র্যাংকিংয়ে সবচেয়ে লম্বা উন্নতি হয়েছে কোমারোসের। ১০ ধাপ এগিয়ে এখন ১১৮ থেকে উঠে এসেছে ১০৮ নম্বরে।

এছাড়াও শীর্ষ দশের প্রথম ছয়টি পজিশনে হয়নি কোনো বদল। আগের র্যাংকিংয়ের ন্যায় ১৮৮৩.৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। ২য় স্থানে রয়েছে বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্স। এছাড়াও ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে যথাক্রমে ইউরো চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল স্পেন ও ইংল্যান্ড। ৫ ও ৬ নম্বর স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও আর্জেন্টিনা।

তবে সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ৭ থেকে ৮ নেমে গেছে নেদারল্যান্ড এবং ৭ নম্বরে উঠে এসেছে ৮ এ থাকা রোনালদোর পর্তুগাল। ১০ এ থাকা ইতালি একধাপ এগিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছে। এদিকে ৯ এ থাকা কলম্বিয়ার অবস্থান এখন ১০ এ।

আরো পড়ুন : সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়া তালিকার শীর্ষে রাজা

ক্রিফোস্পোটর্স/২৪অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল