গতকাল মঙ্গলবার (২১ মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মত ম্যাচ খেলতে গিয়েই হারের তিক্ত অভিজ্ঞতা নিতে হলো টাইগারদের। এই সিরিজটিকে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছিল যেখানে শুরুতেই হোঁচট খেল নাজমুল হোসেন শান্তর দল।
এদিন তাওহীদ হৃদয় ছাড়া আর কোন ব্যাটারই নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। ব্যাটারদের মত পেস বিভাগের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানও নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। ফলে নিজের প্রথম স্পেলে ২ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করা ফিজ ডেথ ওভারে এসে কেন এভাবে খাবি খাবেন! ইনিংসের ডেথ ওভারে ২ ওভারে কাটার মাস্টার মোট ৩২ রান খরচ করেন।
যুক্তরাষ্ট্রের মত দলের বিপক্ষে এভাবে নাকানিচুবানি খেতে হবে, এমনটা হয়ত কেউই আশা করেনি। অথচ কিছু দিন আগেও আইপিএলে বল হাতে কি অনবদ্য পারফর্ম করে এসেছেন এই টাইগার পেসার। এবার মুস্তাফিজের এমন পারফর্মেন্স নিয়ে মুখ খুললেন গতকাল স্বাগতিকদের হয়ে ম্যাচ জয়ের নায়ক হারমিত সিং।
গতকাল ১৩ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলা ভারতীয় বংশোদ্ভূত এই অলরাউন্ডার বলেন, প্রেইরি ভ্যালির প্রবল বাতাসের মধ্যে বাংলাদেশ মুস্তাফিজকে ভুলভাবে ব্যবহার করেছে।
ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের এই অলরাউন্ডার বলেন, ‘আমরা ভেবেছিলাম তিনি বাতাসের বিপরীতে বল করবেন। কিন্তু আমাদের ভুল প্রমাণ করে তিনি অন্য এন্ডে বাতাসের দিকে বল করা শুরু করলেন। তখনই আমরা বুঝতে পেরেছি, এখন আমাদের ওভারে ২০ রান নেওয়ারও সুযোগ আছে। তারা আমাদের হালকাভাবে নিয়েছিল কি না আমি জানি না (কি ঘটেছে)।’
ম্যাচের শেষ দুই ওভারে তখনও জয় পেতে স্বাগতিকদের দরকার ২৪ রান। ১৯ তম ওভারে মুস্তাফিজ বল হাতে এসে ১৫ রান খরচ করেন। শেষ ওভারে আর কোন স্বীকৃত পেসারের কোটা বাকি না থাকায় মাহমুদুল্লাহর কাঁধে দায়িত্ব তুলে দেন শান্ত। কিন্তু শেষ ওভারে ৯ রানের বাঁধা টপকাতে কোনো বেগই পেতে হয়নি যুক্তরাষ্ট্রের। প্রথম ৩ বলেই ১১ রান তুলে নিয়ে ইতিহাস গড়ে স্বাগতিকেরা। ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে।
যুক্তরাষ্ট্রের অলরাউন্ডের মতে এখানেও টাইগারদের ভুল ছিল। হারমিতের ভাষ্য, ‘শরিফুলের ১ ওভারই হাতে ছিল (১৮ তম ওভারে সেটি শেষ হয়ে যায়)। তাই শেষ ওভারটা অন্য কাউকেই করতে হতো। বাংলাদেশ হয়ত ভেবেছিল, তারা আমাদের অলআউট করে দেবে। তবে আমি কোরিকে বলেছিলাম, আমরা টিকে থাকতে পারলে শেষ ওভারে ২০ রানও নেওয়া সম্ভব।’
আরও পড়ুন: টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগের সেরা কোচ হলেন গার্দিওলা
ক্রিফোস্পোর্টস/২২মে২৪/এমএস/বিটি