সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। টাইগারদের বোলিং তোপে মাত্র ২৩৫ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। সহজ লক্ষ্যের জবাবে এবার ব্যাট হাতে নামবে স্বাগতিকরা।
টাইগার বোলারদের মধ্যে প্রতিপক্ষের ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এছাড়াও জোড়া উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট পেয়েছেন সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে সেঞ্চুরি করেছেন জানিথ লিয়াঙ্গে। শেষ পর্যন্ত তার ১০২ বলে ১০১ রানের ইনিংসে ভর করে সম্মানজনক সংগ্রহ পেয়েছে সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন চারিথ আসালাঙ্কা। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস খেলেন ধীরগতির ২৯ রানের ইনিংস।
আর তেমন কোনো বড় স্কোর হয়নি শ্রীলঙ্কা দলে। নির্ধারিত ওভারের শেষ বলে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের সামনে ম্যাচ ও সিরিজ জয়ের জন্যে তাই লক্ষ্য ২৩৬ রান।
আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে গোল উৎসব করলো পিএসজি
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এফএএস