Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে নিজের ভাবনা জানালেন বাংলাদেশের হেড কোচ

বাংলাদেশের নতুন হেড কোচ ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

ছাত্রজনতা গণ-আন্দোলনের পরে বিসিবির দায়িত্ব ছেড়েছেন নাজমুল হাসান পাপন। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণ করেই তিনি খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণের দায়ে বরখাস্ত করেছেন চন্ডিকা হাথুরুসিংহে কে। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফিল সিমন্সকে।

দায়িত্ব গ্রহণের পর আজ (শনিবার) প্রথম সংবাদ সম্মেলনে আসলেন নতুন হেড কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সিরিজ সম্পর্কে তিনি বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্তিশালী দল। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ দক্ষিণ আফ্রিকাকে হারানোর। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দক্ষিণ আফ্রিকাও বড় দল। তাদের হারানো কঠিন হবে আমাদের জন্য।’

দল কতটা উজ্জীবিত আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, দল খুবই মোটিভেটেড। আমি বাংলাদেশে আসার আগে থেকেই তাঁরা অনুশীলন করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে তাঁরা মরিয়া। ভারত সিরিজের ক্ষত কাটিয়ে উঠতে চাই পুরো দল। পাকিস্তানের বিপক্ষে যেমন খেলেছে তেমনটা খেলতে সবাই মুখিয়ে আছে।’

এসময় সিমন্স আরও বলেন, ‘এখন আমার মনোযোগ শুধু ঢাকা টেস্টে। আমি ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে পছন্দ করি। আমাদের আগে ঢাকা টেস্ট জিততে হবে তারপর দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবতে হবে। আমি মনে করি কঠোর পরিশ্রম করলে ফলাফল অবশ্যই আসবে। সবসময় পক্ষে না আসলেও একটা গ্রহণযোগ্য ফলাফল পাওয়া যাবে। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। বাংলাদেশ দল বর্তমানে কঠোর পরিশ্রম করছে। সেই সঙ্গে তাদের ফিটনেস ও স্কিল সন্তোষজনক।’

বাংলাদেশ দলের সাথে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা নিয়ে সিমন্স বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে এই ২ দিন আমার দারুণ সময় কেটেছে। আমি রোমাঞ্চিত বাংলাদেশের সঙ্গে কাজ করতে পেরে। আমার জন্য সুবিধা হয়েছে প্রথমেই টেস্ট সিরিজ দিয়ে নিজের কাজ শুর করতে পেরেছি।’

এসময় সিমন্স আরও বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটিকে নতুন করে তৈরি করতে চাই। ছেলেরা পরিশ্রমী। তবে ভাষাগত জটিলতা রয়েছে কিছুটা। আফগানিস্তানে কাজ করার সময়ও এই সমস্যা ছিলো। তারপরও আমি সেখানে তরুণ খেলোয়াড় তৈরির জন্য কাজ করেছি। সেখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই এখানেও।’

আরো পড়ুন : ভারতের ইতিহাস গড়া ঠেকাতে পারবে নিউজিল্যান্ড?

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট