Connect with us
ক্রিকেট

প্রাক্তন দলকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের প্রধান কোচ

Phil Simmons
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি- ক্রিকইনফো

ক্রিকেট জীবনে ফিল সিমন্স খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। পরবর্তীতে দলটির প্রধান কোচও হয়েছিলেন এই ত্রিনিয়াদ থেকে উঠে আসা ক্রিকেটার। তবে এখন তিনি যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রধান কোচ হিসেবে। আর এবার এই টাইগার হেডমাস্টার লড়ছেন নিজের প্রাক্তন দলের বিপক্ষেই।

চলমান টি-টোয়েন্টি সিরিজ ফিল সিমন্সের তত্ত্বাবধানেই এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর এবারই প্রথম উইন্ডিজদের টি-টোয়েন্টি সিরিজে হারানোর স্বাদ পেয়েছে টাইগাররা। অবশ্য এবার তাদের হোয়াইটওয়াশ করারও সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আর তেমনটাই করতে চান সিমন্স।

আগামীকাল ভোরে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের এই প্রধান কোচ। যেখানে তিনি জানিয়েছেন শেষ ম্যাচ জিতে হাসিমুখে বাংলাদেশে ফিরতে চান তিনি। এছাড়া সিরিজ জয়ে খেলোয়াড়দের কৃতিত্ব দিয়েছে তিনি।

সাংবাদিকদের সামনে ফিল সিমন্স বলেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। তবে শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের কী করতে হবে।’

আরও পড়ুন:

» ভারতের কাছে হেরে ফাইনালের পথ কঠিন করল বাংলাদেশ

» ২৪ ঘন্টার ব্যবধানে তিন পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজে হারের পরও এটাতে যেভাবে খেলেছে।’

ফিল সিমন্স যোগ করেন, ‘দুই দলে কিছু পরিবর্তন আছে। অনেকে আছে যারা ওয়ানডে দলে ছিল না, কিন্তু টি-টোয়েন্টি দলে এসে যোগ দিয়েছে। আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন। ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। অবশ্য ওয়ানডেতেও আমরা ভালো খেলেছিলাম।’

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আগামীকাল ভোর ৬টায় ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট-ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে খেলা ওয়ানডে সিরিজে তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল টাইগাররা। যদিও দুই ম্যাচে ভালো ব্যাটিং উপহার দিয়েছিল জাকের-মিরাজরা। আর টেস্ট সিরিজ হয়েছিল ড্র।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট