Connect with us
হকি

বাংলাদেশ হকি দলের জার্মানি সফর বাতিল; বাড়ছে হতাশা

Bangladesh national hockey team
বাংলাদেশ জাতীয় হকি দল। ছবি - সংগৃহীত

৫ আগস্ট দেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পালাবদল হতে শুরু করেছে সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে। দেশের ক্রীড়া জগতও এর বাইরে নেই। বিসিবি ও বাফুফের পর এবার অস্থিরতা ঘিরে ধরেছে বাংলাদেশ হকি ফেডারেশনকে। হকি দলের ২ মাসের জন্য জার্মানিতে যে সফরটি হওয়ার কথা ছিল, সেটি বাতিল ঘোষণা করা হয়েছে।

এই সফরের মূল লক্ষ্য ছিল হকি খেলোয়াড়দের সেখানে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলানো। ২৪ জন খেলোয়াড়সহ মোট ৩০ জন সদস্যের দলটি সফরের জন্য সরকারি আদেশও (জিও) পেয়েছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে সফরটি পরে স্থগিত করা হয়। যদিও এ ব্যাপারে হকি ফেডারেশন এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সূত্রের বরাতে জানা গেছে, ফেডারেশন সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সফরটি বাতিল করতে নির্দেশ দিয়েছেন। দলের কর্মকর্তাদের তালিকায় যুবলীগের একাধিক বিতর্কিত নেতার নাম থাকাটাও সফর বাতিলের আরেকটি কারণ। এই দলের দল নেতা করা হয়েছিল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা মমিনুল হক সাঈদকে। আর ম্যানেজার হন ইসমাইল চৌধুরী সম্রাট। অথচ বিতর্কিত এই যুবলীগ নেতার হকির সাথে কোনো প্রকার সম্পৃক্ততাই ছিল না।

আরো পড়ুন : চতুর্থ ম্যাচে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ এইচপি

এছাড়া আগামী নভেম্বর মাসে শুরু হবে জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্ট। অথচ জার্মানি সফরের দলটিতে অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় ছিল মোটে ১০-১২ জন। ফলে পুরো অনূর্ধ্ব-২১ দল না পাঠালে তেমন সুফল পাওয়া যাবে না। তাই এটিও সফর বাতিলের অন্যতম কারণ বলে জানা গেছে। এমনিতেই খেলাবিহীন সময় কাটানো হকি খেলোয়াড়েরা চেয়েছিলেন জার্মানিতে গিয়ে খেলবেন। কিন্তু সফর বাতিল হওয়ায় হতাশ তারা। কেননা এখন হকিতে ঘরোয়া কোন খেলাও চলছে না।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আর ফেডারেশন মুখো হননি সাধারণ সম্পাদক মমিনুল হক, যুগ্ম সম্পাদক মাহবুবুল এহছানসহ সাবেক সরকার দলীয় কর্মকর্তারা। ফলে ফেডারেশনের সভাপতিকেই এখন সব ধরনের কাজের তদারকি করতে হচ্ছে। তাকে সহায়তা করছেন আরেক যুগ্ম সম্পাদক আরিফুল হক।

পাশাপাশি, ফেডারেশনের পলাতক এই সাধারণ সম্পাদক সাঈদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ উঠতে শুরু হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগ, এক তরফা নির্বাচন করে দায়িত্ব গ্রহণসহ কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দেয়ার অভিযোগ উঠেছে।

ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি