Connect with us
ক্রিকেট

মেলবোর্নকে হারিয়ে সিরিজে শুভসূচনা করল বাংলাদেশ এইচপি

মেলবোর্নকে হারাল বাংলাদেশ এইচপি। ছবি- বিসিবি

অস্ট্রেলিয়ার ডারউইনে আজ থেকে শুরু হয়েছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ যেখানে নিজেদের প্রথম ম্যাচেই মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ এইচপি দল। জয়ের ম্যাচে এইচপি দলের হয়ে অর্ধশত করেছেন পারভেজ হাসান ইমন। এদিকে ৩টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান ও রিপন মন্ডল।

৯ দলের এই টি-টোয়েন্টি সিরিজে আজ রোববার (১১ অগাস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মাঠে গড়ায় এই ম্যাচ। যেখানে আগে ব্যাট করে মেলবোর্ন রেনেগেডসকে ১৭১ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ এইচপি দল। জবাবে রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৯৩ রান করেই অলআউট হয়ে যায় মেলবোর্ন।

জিশান আলম ও তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে করতে পারেনি খুব একটা ভালো কিছু। তিন নম্বরে ব্যাটিংয়ে এসে আফিফ হোসেন মারেন গোল্ডেন ডাক। চার নম্বরে ব্যাটিংয়ে আসেন পারভেজ হোসেন ইমন। শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে ৫১ রানের জুটি বাঁধেন তিনি। এদিকে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৯ রান।

নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ এইচপি। মেলবোর্ন রেনেগেডসের পক্ষে ৩ উইকেট নেন ম্যাট হেনিগ, ২ উইকেট শিকার করেন টাইলের পিয়ারসন ও ১ পকেটে পুড়েন হ্যারি ডিক্সন। রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে কোন উইকেট না হারিয়ে ৪ ওভারে ৩৪ রান তোলে মেলবোর্ন রেনেগেডস একাডেমি। এরপর জশুয়া ব্রাউন ১৯ ও হ্যারি ডিক্সন ১৬ রান করে আউট হন। 

তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে মেলবোর্ন। ইনিংসের ১৪তম ওভারে ৫ উইকেটে ৯১ রান সক্ষম হয় মেলবোর্ন। তবে এরপর মুহূর্তের মধ্যেই গুটিয়ে যায় মেলবোর্নের ইনিংস। ৮ বলে আর ২ রান যোগ করতে শেষ পাঁচ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এদিকে আগামীকাল ১২ আগস্ট সিরিজে নিজেদের ২য় টি-টোয়েন্টি খেলতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে দুপুর আড়াইটায় মাঠে নামবে বাংলাদেশ এইচপি।

আরও পড়ুন: বিশ্বকাপ আয়োজনে ‘গ্রিন ফ্ল্যাগ’ পেতে যা করতে হবে বাংলাদেশকে

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট