অস্ট্রেলিয়ায় বসেছে ৯ দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে জয় দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচে হেরে বেশ পিছিয়ে পড়েছে বাংলাদেশ এইচপি দল। প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডস একাডেমিকে পরিজয়ের স্বাদ দেয়ার পর টানা দুই ম্যাচে তাসমানিয়া টাইগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি দল।
আজ (১৪ আগস্ট) ডারউইনের ডিএক্সসি অ্যারেনাতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ আকবর আলীর দল। এদিন টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ এইচপি। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে তারা। রান তাড়া করতে নেমে ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।
এদিন আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ এইচপি দল। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন ৫ বলে ১ রানের ইনিংস। অপর ওপেনার জিশান আলমের ব্যাট থেকে আসে ২১ বলে ১ টি করে চার ও ছক্কায় ২৬ রান। এছাড়া আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার পারভেজ হোসেন ইমন এদিন আউট হয়েছেন ৮ রান করে। আবারও ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ৬ বলে খেলে করেন ২ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ছয় নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারী। ৩২ বলে ৩ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া পাঁচ নম্বর নামা অধিনায়ক আকবর আলী খেলেন ৩৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৬ রানের ইনিংস। শেষদিকে মাহফুজুর রহমান রাব্বি ৭ বলে ১৬ রানের ক্যামিওতে প্রতিপক্ষকে ১৪৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ হাইপারফরমেন্স টিম।
রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জশ কান ডাক মেরে বিদায় নেন। তবে তিনে নামা নোয়া ম্যাকফেডেনকে সঙ্গে নিয়ে জুটি বাধেন অপর ওপেনার জেক উইন্টার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের জয়ের পথে ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮২ রান করে অপরাজিত থাকেন উইন্টার। নোয়া ম্যাকফেডেন আউট হন ৩২ বলে ৩৮ রান করে। শেষ দিকে হামিশ চেজ ১৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
১৪ বল হাতে রেখে ইনিংসের ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। বাংলাদেশ এইচপির হয়ে প্রতিপক্ষের উইকেট দুটি নেন রিপন মন্ডল ও আবু হায়দার রনি। আগামী ১৫ আগস্ট অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, ১৬ আগস্ট পাকিস্তান শাহীনস ও ১৭ আগস্ট পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: লিগস কাপ : হোচট খেল মেসিহীন মায়ামি
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৪/এফএএস