রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এরপর দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের বোলিং নৈপুণ্যে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দিনের শেষ মুহূর্তে কোন উইকেট না হারিয়ে ১০ রান সংগ্রহ করেছিল টাইগাররা। তবে এবার তৃতীয় দিনের খেলায় শুরুর আধ ঘন্টাতেই লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং ইনিংস।
আজ শনিবার (১ সেপ্টেম্বর) পিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলায় নতুন করে ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এতে করে প্রথম ইনিংসে বড় রান সংগ্রহ করে স্বাগতিকদের চাপে ফেলার যে লক্ষ্য নিয়ে আজ মাঠে নেমেছিল সফরকারীরা, তাতে লেগেছে বড় ধাক্কা।
এদিন খুররাম শেহজাদ ও মীর হামজার পেস বোলিং জুটিতে লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং ইনিংস। একে একে সফরকারীদের ৬ উইকেট তুলে নেন এই দুই বোলার। যার মধ্যে ৪ উইকেট শিকারের পাশাপাশি নিজের সেরা টেস্ট বোলিং ফিগার ইতোমধ্যে গড়ে ফেলেছেন শেহজাদ।
দিনের শুরুতে একে একে নিজেদের উইকেট বিলিয়ে এসেছেন সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস। সফরকারীদের সে স্বীকৃত দুই ব্যাটার লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ বর্তমানে আছেন উইকেটে।
এদিন দলীয় ২ রান যোগ করতেই খুররাম শেহজাদের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান জাকির হাসান। পরের ওভারেই শেহজাদ উইকেট উপড়ে ফেলেন সাদমান ইসলামের। একই ওভারে অনেকটা অনুরূপ ভাবেই নাজমুল হাসান শান্তর উইকেট শিকার করেন তিনি। এরপর উইকেট শিকারে যোগ দেন মীর হামজা।
পরের ওভারের প্রথম বলেই হামজার বলে ক্যাচ দিয়ে ফিরে যান মমিনুল হক। তিনি ফিরে যান ১ রান করে। দলের বিপর্যয় হাল ধরতে পারেননি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা দুজন বিদায় নিয়েছেন যথাক্রমে ২ ও ৩ রান করে। সাদমান ইসলাম বাদে আওট হওয়া আর কেউ ছুতে পারেননি দুই অঙ্কের সংখ্যা।
রিপোর্ট লেখা পর্যন্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪-১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬-৬
ওভার: ১২
আরও পড়ুন: ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন অনূর্ধ্ব-১৯ দলে
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এফএএস