প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। তবে এই ম্যাচের একাদশে নেই গত ম্যাচের জয়ের নায়ক লিটন দাস। চোটের কারণে ছিটকে গেছেন একাদশ থেকে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। আগের ম্যাচের মতো আজও আগে ফিল্ডিং নিয়ে টার্গেটে খেলবে নাজমুল হাসান শান্তর দল। লিটনের পরিবর্তে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী।
প্রথম টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া লিটন ছিটকে গেছেন এ ম্যাচ থেকে। বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছেন, এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।
অন্যদিবে অপরিবর্তিত আছে নিউজিল্যান্ড একাদশ। আগের ম্যাচে হারলেও সেই একাদশে ভরসা রেখেছে কিউই ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।
আরও পড়ুন: মাউন্ট মঙ্গানুইয়ের আকাশে মেঘ, লিটনকে ঘিরে দুঃসংবাদ
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এজে