ভারত বিশ্বকাপে সেমির স্বপ্ন ভেঙেছে আগেই এবার সেই অপমৃত্যুর কফিনে শেষ পেরেক ঠুকে দিল পাকিস্তান। মঙ্গলবার দুপুরে ভারতের ইডেন গার্ডেনে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচেও হার দেখল টিম বাংলাদেশ। ম্যাচটি ৭ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান।
এদিকে টানা ছয় ম্যাচ পরাজয়ে হারের বৃত্তে থেকেই এবারের বিশ্বকাপের বিদায়–ঘণ্টা বাজল বাংলাদেশের। সেমিতে খেলার আর কোনো আশাই বেঁচে রইল না সাকিব-মিরাজদের। ৭ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে টিম বাংলাদেশ। বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়ম রক্ষা করতে মাঠে নামবে সাকিবরা।
অপরদিকে এই হারের পর আরেকটি শঙ্কা জেঁকে বসেছে বাংলাদেশের কাঁধে। আইসিসির নিয়মে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে হলে সামনের দুই ম্যাচে জিততেই হবে টাইগারদের। এই সমীকরণে সাকিবদের সামনে আরও কঠিন চ্যালঞ্জ অপেক্ষা করছে।
এদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিতের ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামেই বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। শাহীন আফ্রিদি নিজের প্রথম দুই ওভারেই তানজিদ তামিম এবং নাজমুল শান্তকে সাজঘরে ফেরান। পরে হারিস রউফের বলে ৫ করে মুশফিক আউট হলে স্কোরলাইন দাড়ায় ৬ ওভার শেষে ৩ উইকেটে ২৩ রান।
চতুর্থ উইকেটে লিটন-মাহমুদুল্লাহর ৭৯ রানের জুটি ক্ষতে প্রাথমিক চিকিৎসা দিলেও তার স্থায়ী সমাধান দিয়ে যেতে পারেননি। লিটন ব্যক্তিগত ৪৫ রানে ও মাহমুদুল্লাহ আফ্রিকার বিপক্ষে শতকের পর এদিনও ৫৬ রান করে আউট হয়ে গেলে পরে অধিনায়ক সাকিবও খুব বেশি কিছু করতে পারেননি।
৬৪ বলে ৪৩ করে আউট হন বাংলাদেশ দলপতি। শেষ দিকে মেহেদী মিরাজের ৩০ বলে ২৫ রানের কল্যাণে দুই’শ পেরোয় বাংলাদেশ। ৪৫ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২০৪ রানের।
জবাবে ব্যাট করতে নেমে ১০৫ বল ও ৭ উইকেটে হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৩২ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করে বাবর আজমরা। ম্যাচে ব্যাট হাতে একাই টাইগার বোলারদের শাসন করেছেন ফখর জামান। ৭৪ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন পাকিস্তানের এই ব্যাটার। ফখরকে সঙ্গ দিয়ে ৬৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। তাদের ব্যাটে ভর করেই সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে বাবর আজমরা।
ম্যাচে বল হাতে ঝলক দেখাতে পারেনি টাইগার বোলাররা। ম্যাচে ৯ ওভার বল করে ৬০ রান দিয়ে ৩টি উইকেটই নেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অপরদিকে পাকিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন শাহীন আফ্রিদি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার বলতে গেলে একাই গুড়িয়ে দিয়েছেন। এছাড়া মোহাম্মদ ওয়াসিম ৩ উইকেট এবং হারিস রউফ ২ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০৪/১০ (৪৫.১)
টার্গেট: ২০৫ (৫০)
পাকিস্তান: ২০৫/৩ (৩২.৩)
ফলাফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: পাকিস্তানের ফখর জামান ৮১ (৭৪)।
আরও পড়ুন: বর্ষসেরা উঠতি ফুটবলারের পুরষ্কার জিতলেন বেলিংহাম
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৩/এমএস/এসএ