Connect with us
ফুটবল

কিট স্পন্সর যুগে বাংলাদেশ ফুটবল, হামজা-জামালদের সঙ্গী ‘দৌড়’

Bangladesh in the era of kit sponsorship
বাফুফের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে দৌড়। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো কিট স্পন্সর যুগে প্রবেশ করছে বাংলাদেশের ফুটবল। ফুটবলারদের জার্সির জন্য বিভিন্ন সময়ে পৃষ্ঠপোষক থাকলেও কখনো আনুষ্ঠানিক কিট স্পন্সর ছিল না। এবার আনুষ্ঠানিকভাবে দেশের ফুটবলে কিট স্পন্সর প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশী স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী দুই বছর বাংলাদেশের পুরুষ, নারী ও বয়সভিত্তিক দলকে ম্যাচ ও অনুশীলন জার্সিসহ পুরো কিট সেট দেবে দৌড়।

বাংলাদেশ ফুটবলে কিট স্পন্সর নিয়ে আক্ষেপ ছিল দীর্ঘদিনের। নতুন কমিটি আসার পর গত কয়েকদিন ধরেই কিট স্পন্সরের বিষয়টি আলোচনায় ছিল। আর হামজা চৌধুরীর সংযুক্তিতে কিট স্পন্সরের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেশ সাড়া মিলেছে। তবে শেষ পর্যন্ত দেশি ব্র্যান্ড দৌড়কেই হামজা-সাবিনাদের কিট স্পন্সর হিসেবে বেছে নিয়েছে বাফুফে।


আরও পড়ুন:

» বাংলাদেশি স্পিনারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

» জাতীয় দলে যুক্ত হলেন আরেকজন দেশি কোচ


এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা জার্সির ক্ষেত্রে আবহাওয়া, সেলাই, ধৌত― এসব বিষয় বিবেচনায় রেখেই কিট স্পন্সর প্রতিষ্ঠান নির্বাচন করেছি। আমরা চাই বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা আমাদের দেশের ব্র্যান্ডের জার্সি পড়ে খেলি এটা অন্য দেশ ও ক্লাবগুলোও জানবে।’

তাছাড়া বাংলাদেশের জার্সি বাণিজ্যিকভাবে বিক্রির পরিকল্পনাও রয়েছে বাফুফের। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামীতে আমরা জার্সি বাণিজ্যিকভাবে বিক্রি করব। সেটা অনলাইন এবং খুচরা উভয়ভাবেই।’

বাংলাদেশের জার্সির মান কিংবা ডিজাইন কেমন হবে, এ বিষয়ে দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম চৌধুরী বলেন, ‘জার্সির মানের ক্ষেত্রে আমরা আপোষহীন। আমাদের ডিজাইন হবে বেশ আকর্ষণীয়। জার্সি তৈরিতে বাংলাদেশি অরিজিন প্রবাসী এক ডিজাইনার কাজ করছে। জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য ফুটে উঠবে।’

আগামী ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতে খেলবে বাংলাদেশ নারী দল । ঐ ম্যাচ দিয়েই বাংলাদেশ ফুটবলের সঙ্গে দৌড়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরপর মার্চে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ পুরুষ দল। সেই ম্যাচে বাংলাদেশের মেইড ইন বাংলাদেশ জার্সি গায়ে জড়িয়ে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী।

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল