Connect with us
অন্যান্য

টানা চতুর্থবারের মতো ফাইনালে বাংলাদেশ

Bangladesh in the final for the fourth consecutive time
থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ঢাকায় চলমান বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে লাল-সবুজের দল।

রবিবার (২ জুন) দিনের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে তাদেরকে ৩টি লোনাসহ ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তিন বারের চ্যাম্পিয়নরা। একাই ১১ পয়েন্ট তুলে ম্যাচসেরা হয়েছেন রেইডার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়ে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। প্রথমার্ধে বাংলাদেশ ২ লোনাসহ ২৩ পয়েন্ট তুলে নেয় যেখানে প্রতিপক্ষ তুলে নেয় ৭ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে তৃতীয় লোনাসহ থাইল্যান্ডের মোট ১৮ পয়েন্টের বিপরীতে বাংলাদেশ মোট ৪১ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচশেষে বাংলাদেশ কোচ আব্দুল জলিল বলেন, ‘আমি গতকালই বলেছিলাম থাইল্যান্ডকে হারিয়ে আমরা ফাইনালে যেতে চাই। ছেলেরা দারুণ খেলেছে। তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ওরা শুধু আজই নয়, পুরো টুর্নামেন্টে গ্রুপপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ৬ ম্যাচেই দুর্দান্ত খেলেছে। গত তিন আসরে চ্যাম্পিয়ন হলেও এবারের দলটাকে আমি বলব সবচেয়ে দুর্দান্ত।’

এর আগে গত রোববার (২৬ মে) ১২ দলের অংশগ্রহণে ঢাকায় শুরু হয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৭৩-২২ পয়েন্টের ব্যবধানে হারায় স্বাগতিকেরা।

গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫৯-১৫ পয়েন্ট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে আসরের সবচেয়ে বেশি সাত লোনাসহ ৭৯-২৮ পয়েন্টে এবং গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে টানা চতুর্থবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে আব্দুল জলিলের শিষ্যরা।

আগামীকাল সোমবার (৩ জুন) টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়া ও নেপালের মধ্যকার বিজয়ী দল বাংলাদেশের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের জয়ে বাংলাদেশকে অশ্বিনের খোঁচা 

ক্রিফোস্পোর্টস/২জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য