Connect with us
ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রশংসার আসনে বাংলাদেশ

Bangladesh in the seat of praise after historic Test win in Rawalpindi
পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অবিশ্বাস্য নাকি চমক–ঠিক কোন শব্দে বিশেষায়িত করা যায় বাংলাদেশের রাওয়ালপিন্ডি জয়কে, তা নিয়ে অবশ্য ভাবনার সুযোগ রয়েছে৷ কেননা, রাওয়ালপিন্ডি’র এমন ব্যাটিং স্বর্গে জয় বের করা এক অভাবনীয় সাফল্য৷ প্রথম ইনিংসে পাকিস্তান তুলেছে ৪৪৮ রান৷ এমন রানের পাহাড় গড়েও হারতে হয়েছে দলটিকে৷ যা রাওয়ালপিন্ডি’র মতো পুরোদস্তুর ব্যাটিং উইকেটে এবারই প্রথম৷ শুধু হার নয়, রীতিমতো ১০ উইকেটের বড় হার৷

পাকিস্তানের এমন পরাজয়ের পর স্বাভাবিকভাবেই শান মাসুদ-বাবর আজমদের নিয়ে চলছে তুমুল সমালোচনা। তবে ব্যতিক্রম বাংলাদেশ৷ সাবেক পাকিস্তানি ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও সাবেক কোচদের মুখে বাংলাদেশকে নিয়ে ফুটছে প্রশংসার ফোয়ারা৷

‘সাদা বিদ্যুৎ’ খ্যাত সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড দীর্ঘ সময় ধরে ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ। এই সময়ে তার হাত ধরেই বিপ্লব ঘটে বাংলার পেস বোলারদের। তাসকিন, মুস্তাফিজ, ইবাদত ও শরিফুলদের ঘষে মেজে বিশ্ব দরবারে হাজির করেন ডোনাল্ড।

আরও পড়ুন:

» পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস 

» কাঁদলেন সুজন, মনে করলেন ২১ বছর আগে স্মৃতি

২০২৩ সালে ভারত বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ডোনাল্ড। বর্তমানে বাংলাদেশের কোচ না থাকলেও নিয়মিত খোঁজ রাখেন দলের৷ রাওয়ালপিন্ডিতে টেস্ট জয়ের পর বাংলাদেশের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন তিনি৷ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ডোনাল্ড লিখেছেন, ‘দুর্দান্ত টেস্ট জয়, দারুণ খেলেছো। বাংলাদেশের ছেলেরা, তোমাদের দারুণ প্রচেষ্টা।’

শুধু ডোনাল্ড নয়, সাবেক পাকিস্তানিদের কণ্ঠেও ঝরেছে প্রশংসা৷ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বাংলাদেশের জয় নিয়ে লিখেছেন, ‘টেস্ট ম্যাচজুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’ একই সঙ্গে তিনি ওই পোস্টে পাকিস্তানের টেস্ট হারের কঠোর সমালোচনা করেন৷

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের পারফর্ম করা নিয়ে সংশয় ছিল বিখ্যাত ধারাভাষ্যকার ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার। এর পেছনে পরিষ্কারভাবে তিনি যুক্তিও দিয়েছেন। টেস্ট ক্রিকেটে র‍্যাংকিংয়ের নিচের সারির দলগুলো সাধারণত তাদের ভালো পারফরম্যান্স শেষ অবধি টেনে নিয়ে যেতে পারেনা। খেই হারিয়ে ফেলে ম্যাচের মাঝপথে। তবে রমিজ রাজার ধারণাকে ভুল প্রমাণ করেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেছেন তিনি৷

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘জয়ের কৃতিত্ব বাংলাদেশের। নিচের দিকের র‍্যাংকিংয়ের দলগুলো পঞ্চম দিনে এসে ভীষণ ভোগান্তিতে পড়ে কিংবা এক ইনিংস ভালো খেললে, আরেক ইনিংস খারাপ হয়। প্রশ্ন ছিল, বাংলাদেশ পাঁচদিনই ভালো পারফরম্যান্স করতে পারবে কিনা। কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে তারা টেম্পারমেন্টের দিক থেকেও শক্তিশালী ছিল এবং প্রথমবারের মতো পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই টেস্টে হারালো।’

আরও পড়ুন:

» এমন দুর্যোগ যেভাবে ছুঁয়ে গেল ক্রীড়াঙ্গণ

» আইফেল টাওয়ারের লোহায় তৈরি অলিম্পিকের পদক, দাম লাখ টাকা 

বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীও প্রশংসা করতে ভুলেননি৷ ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। সেখানে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল চমৎকার খেলেছে। ম্যাচের পুরোটা সময় অটল থেকেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বলে এটি একটি ঐতিহাসিক জয়। তাদেরকে আন্তরিক অভিনন্দন।’

২০০৩ সালে মুলতানের আক্ষেপের পর ২০২৪ সালে এসে অবশেষে ঐতিহাসিক এক জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে টাইগার বাহিনী৷ এমন জয় তাই উৎসর্গ করা হয়েছে ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহিদদের স্মরণে।

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট