অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মাটিতে শ্রীলঙ্কা যুবদলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মারুফুল হকের শিষ্যরা। এই ম্যাচে গোলের পর ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ ও মীর মুগ্ধর স্মৃতিকে সামনে এনেছেন ফুটবলাররা।
নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা স্পোর্টস কমপ্লেক্সে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল করেই সাঈদ-মুগ্ধর নাম সংবলিত একটি টিশার্ট গায়ে চাপিয়ে উদযাপন করতে দেখা যায় ১০ নম্বর জার্সিধারী মিরাজুল ইসলামকে। ওই গোলেই নির্ধারণ হয় ম্যাচের ফলাফল।
এদিন ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মিরাজ। গোলের পর উদযাপনের সময় টিশার্টটা দেওয়া হয় গোলদাতাকে। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন মিরাজ। ওই টিশার্টে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদ এর মরনে মনে রেখ যুদ্ধ করে দেশ পেয়েছি?’
আরও পড়ুন :
» ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড, এক ওভারে নিলেন ৩৯ রান (ভিডিও)
» পাকিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি যেভাবে দেখা যাবে
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে বারবার আক্রমণে গেলে কাঙ্ক্ষিত গোল পায়নি কেউই। ফলে ১-০ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচটি। রেফারি শেষ বাশি বাজাতেই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে পরাজিত হয় শ্রীলঙ্কা। যার ফলে আজ লঙ্কানরা হারলে বাদ পড়বে এমন সমীকরণ ছিল। আর টুর্নামেন্টে এক ম্যাচ খেলেই সেমিফাইনালের টিকিট পাবে মারুফুল হকের শিষ্যরা। সেই সমীকরণ সহজেই মিলিয়ে ফিললো মিরাজুলরা।
এদিকে আন্তর্জাতিক ম্যাচে খেলা বহির্ভূত কিছু প্রর্দশন নিষিদ্ধ করেছে ফিফা। বিশেষ করে রাজনৈতিক বা অন্য কিছুর প্রদর্শনে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। মিরাজের এমন উদযাপন শাস্তির আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে। এটা নির্ভর করছে ম্যাচ কমিশনারের রিপোর্টের উপর।
এই আসরে অংশগ্রহণ করছে মোট ছয়টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। এ গ্রুপে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। আর বি গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে মালদ্বীপ ও ভুটান। গতবারের রানার্সআপ বাংলাদেশ জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আসর শুরু করলো।
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/এজে