Connect with us
ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

Bangladesh in the semi-finals of SAFF U-17 Championship
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ছবি- সংগৃহীত

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হোঁচট খায় তারা। তবে এবার সেই ভারতের জয়েই সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের তরুণরা।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে দলটি। এতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এতে সেমিফাইনালের আসা বাঁচিয়ে রেখেছিল তারা। সেক্ষেত্রে ভারত-মালদ্বীপের ম্যাচে ভারতকে জয় পেতে হতো।

আরও পড়ুন:

» ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদির মাটিতে দেখতে চান নেইমার

» পন্তের দুর্দান্ত প্রত্যাবর্তন, প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম 

জয়ের পাশাপাশি গোলের সমীকরণও মেলাতে হতো বাংলাদেশকে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুই ম্যাচে ২ গোল হজম করেছে এবং ১ টি গোল দিয়েছে। অন্যদিকে মালদ্বীপ ১ গোল দিলেও হজম করেছে ৩ গোল। ফলে সমান ১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে উঠেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে ১ ড্র ও ১ হারে ১ পয়েন্ট নিয়ে রানার্সআপ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

ভুটানের থিম্পুতে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে। দক্ষিণ এশিয়ার ৭টি দেশ এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। যেখানে গ্রুপ এ-তে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং গ্রুপ-বি তে রয়েছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভুটান।

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল