আধুনিক ক্রিকেটে বেশিরভাগ দেশই আক্রমনাত্মক ক্রিকেট খেলার প্রতিযোগিতায় মেতেছে। সাদা বলের মতো এর প্রভাব পড়েছে লাল বলের ক্রিকেটেও। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব ক্রিকেটে শক্ত অবস্থান তৈরিতে প্রতিনিয়ত চেস্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশও।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ উন্নতি করলেও টেস্টে অনেকটাই পিছিয়ে। তবে অন্যান্য বছরের তুলনায় গত বছর টেস্টে কিছুটা উন্নতি করেছে সাকিব-শান্তরা। ২০২৩ সালে মাত্র ৪ টেস্ট খেললেও ৩ টিতেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা, যেখানে ২০২২ সালে ১০ টেস্টের বিপরীতে জয় ছিল মাত্র ১ টিতে।
জয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে টেস্টে আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেছে টাইগাররা। বিদায়ী বছরে টেস্টে ওভারপ্রতি ৪.০৬ রেটে রান তুলেছে বাংলাদেশ।
দ্রুত রান তোলায় বাংলাদেশের উপরে রয়েছে শুধু ইংল্যান্ড, যারা ওভারপ্রতি ৪.৮৭ রেটে রান তুলেছে। এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ডাবল ম্যাচ (৮) খেলে ৪ জয়, ৩ হার ও ১ ড্রয়ের দেখা পেয়েছে ইংলিশরা।
ইংল্যান্ড ও বাংলাদেশের পর তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ৭ টেস্টে তারা ওভারপ্রতি রান তুলেছে ৩.৫২ রেটে। এছাড়া চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এক্ষেত্রে পাকিস্তান ওভারপ্রতি ৩.৪৯ ও শ্রীলঙ্কা ৩.৪৭ রেটে রান তুলেছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা
ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এমটি