Connect with us
ক্রিকেট

শান্ত-মুশফিক অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে সমস্যায় বাংলাদেশ

মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টিতে আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজে চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান শান্ত। ফলে এই সিরিজে খেলা হচ্ছে না তার। ঠিক একই কারণে ছিটকে গেছেন মুশফিকুর রহিমও।

অভিজ্ঞতা এই দুই ক্রিকেটার না থাকায় টপ মিডেল অর্ডার নিয়ে চিন্তিত বাংলাদেশ। এমনিতেই দীর্ঘদিন ধরে ব্যাটিং বিপর্যয়ে ভুগছে টাইগাররা। তার ওপরে এ দুজন না থাকায় বিপাকে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, অভিজ্ঞ এই দুই খেলোয়াড়ের জায়গা সামলাবেন কে?

শান্ত না থাকায় ৩ নম্বরে নতুন কাউকে এবং মুশফিক না থাকায় মিডল অর্ডারেও নতুন কাউকে যুক্ত করতে হবে।

মুশফিক-শান্তর জায়গায় ডাক পেয়েছেন শাহাদাত হোসেন ও মাহিদুল ইসলাম। ভিসা জটিলতার কারণে ওয়েস্ট ইন্ডিজের যেতে দেরি হয়েছে তাদের। একদিন পর বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এ দুই ক্রিকেটার।

টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। এই ম্যাচটি চার দিনের হওয়ার কথা থাকলেও পরে কমিয়ে দুই দিন করা হয়েছে। এই ম্যাচটিতে এই দুই ব্যাটারের উপর নজর থাকবে নির্বাচকদের। প্রস্তুতি ম্যাচটিতে মুশফিক-শান্তর বিকল্প শাহাদাত এবং মাহিদুল কোথায় ব্যাট করবে সেটা এখন দেখার বিষয়।

এদিকে বিরতির পর এই সিরিজে ফিরছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন না তারা। প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকছে এই দুই পেসারের।

আরও পড়ুন: ম্যারাডোনার রেকর্ড ভেঙে অবসর প্রসঙ্গে যা বললেন রোনালদো

ক্রিফোস্পোর্টস/১৬ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট