Connect with us
ক্রিকেট

চিপকে ৪৫ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন তাসকিন-বুমরাহরা

Bangladesh-India broke the 45-year-old record at Chepauk
বাংলাদেশ বনাম ভারত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগে বেশ আলোচনায় ছিল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। চিপকের পিচ ধীরে ধীরে বোলিং পিচে রূপান্তরিত হবে সেটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। টেস্ট মাঠে গড়ানোর পর এমনটাই হয়েছে।

চেন্নাইয়ে প্রথম দিনে পড়েছিল ৬ উইকেট। তবে দ্বিতীয় দিনে এসে প্রথম দিনের চেয়ে প্রায় তিনগুণ বেশি উইকেট পড়েছে। আর তাতেই ৪৫ বছর আগের এক পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ও ভারতের বোলাররা।

গতকাল (বৃহস্পতিবার) প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছিল ভারত। আজ (শুক্রবার) দ্বিতীয় দিনের শুরুতে আঘাত হানেন বাংলাদেশের পেসারা। তাসকিন ও হাসান মিলে ভারতের বাকি ৪ উইকেট তুলে নেন। আজকের দিনে ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

আরও পড়ুন:

» চেন্নাইয়ের পিচে নতুন ইতিহাস লিখল বাংলাদেশের পেসাররা

» তামিমের সঙ্গে যৌথভাবে শীর্ষ রান সংগ্রাহক হলেন মুশফিক 

এরপর বাংলাদেশের বিপক্ষেও দাপট দেখিয়েছেন ভারতের বোলাররা। জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজাদের বোলিং তোপে ১৮৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এতে ফলোঅন এড়াতে ব্যর্থ হয় তারা।

তবে শান্তদের ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৮১ রানে ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। সবমিলিয়ে দ্বিতীয় দিনে মোট ১৭ উইকেট পড়েছে। আর তাতেই চিপকের উইকেটে ৪৫ বছর আগের রেকর্ড ভেঙে এক নতুন রেকর্ড তৈরি হয়েছে।

এর আগে চেন্নাইয়ের উইকেটে একদিনে সর্বোচ্চ ১৫ উইকেট পড়ছিল। এমনটা হয়েছিল তিনবার। ৪৫ বছর আগে ১৯৭৯ সালে প্রথমবার এমনটা ঘটেছিল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনে মোট ১৫ উইকেট পড়েছিল। এই রেকর্ডের পুনরাবৃত্তি হয় ২০২১ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে। সেই সিরিজে চিপকে দুইবার ১৫ উইকেট পড়েছিল।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট