Connect with us
ফুটবল

সাফের ফাইনালে আবারো মুখোমুখি বাংলাদেশ-ভারত

Bangladesh-India face again in SAFF final
বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ দলের পর এবার ফাইনালে অনূর্ধ্ব-১৬ দল। ছবি- সংগৃহীত

গত ফেব্রুয়ারিতেই সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মাস পেরোতেই আবারো ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। তবে এবার সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে।

চার দলের অংশগ্রহণে নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর বসেছে। এই আসরে স্বাগতিক নেপাল, ভারত ও ভুটানকে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের মেয়েরা।

সাফে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলেরই প্রতিচ্ছবি যেন ফুটে উঠছে অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল রাউন্ড রবিন পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। একইভাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলও তাদেরই পুনরাবৃত্তি ঘটিয়েছে।

অনূর্ধ্ব-১৯ দলের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সমতা এবং পরবর্তীতে নানা নাটকীয়তার পর ট্রফি ভাগাভাগি করতে হয়েছে উভয় দলকে। এবার আরো একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় দুই দল। তবে এবারের শিরোপাটি শুধুমাত্র নিজেদের করেই রাখতে চায় বাংলাদেশ। তার জন্য ছক কষতেও শুরু করেছেন জুনিয়র টাইগ্রেসদের কোচ সাইফুল বারী টিটু।

আগামী রবিবার (১০ মার্চ) ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আরও পড়ুন: ভুটানকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালের ‘প্রস্তুতি’ সেরে নিল বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল