Connect with us
ক্রিকেট

কাল মাঠে নামছে বাংলাদেশ-ভারত, পরিসংখ্যান কি বলছে?

India vs Bangladesh_T20 Series
রবিবার প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-ভারত। ছবি- সংগৃহীত

টেস্ট সিরিজে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। দুটো টেস্টেই লজ্জাজনকভাবে হেরেছে টাইগাররা। টেস্টে ব্যর্থতার পর আবার শান্তদের সামনে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ।

ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারত। শেষ ১৫ টি-টোয়েন্টি সিরিজে হারেনি তারা। ১৫টির মধ্যে ১৩টি সিরিজই জিতে নিয়েছে দলটি, বাকী দুটি সিরিজ ড্র হয়েছে। তাই শক্তিশালী এই দলটিকে বাংলাদেশের পক্ষে হারানো বেশ চ্যালেঞ্জিং হবে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান খুব সুখকর নয়। এখন পর্যন্ত ১৪ দেখায় কেবল ১টি জয় পেয়েছে টাইগাররা। বাকী ১৩টি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে বেশ কয়েকবার জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ।

অবশ্য ভারতের বিপক্ষে একমাত্র জয়টি ভারতের মাটিতেই পেয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। দিল্লিতে প্রথম ম্যাচেই স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে চমকে দিয়েছিল মুশফিক-রিয়াদরা। যদিও পরবর্তী দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছিল সফরকারী।

আরও পড়ুন:

» শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা অস্ট্রেলিয়ার

» টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প হিসেবে কাকে দেখছেন হৃদয়? 

প্রায় পাঁচ বছর পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাকিব-মুশফিক বিহীন বাংলাদেশ দলে তরুণরাই বেশি প্রাধান্য পাচ্ছে। অন্যদিকে ভারতের দলেও জায়গা করে নিয়েছেন আইপিএল মাতানো বেশ কয়েকজন নতুন মুখ। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর নতুন যুগে পা রাখতে যাচ্ছে তারুণ্যনির্ভর দলটি।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বেশ বড় ব্যবধানেই হেরেছিল টাইগাররা। তবে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

আগামীকাল গোয়ালিয়রের শ্রীমন্ত মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৫অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট