দুটি টেস্ট খেলতে রবিবার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
প্রথম টেস্টের আগে আলোচনায় উঠে এসেছে চিপকের উইকেট। চেন্নাই টেস্টে দেখা মিলতে পারে লাল মাটির উইকেটের। এমনটাই দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তাছাড়া এই উইকেটে অনেক ঘাস থাকার সম্ভাবনাও রয়েছে।
ভারতের এই সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সাধারণত কালো মাটির উইকেটে খেলে অভ্যস্ত। যেখানে বল কিছুটা মন্থর এবং নিচু বাউন্সের দেখা মেলে। তবে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে লাল মাটির উইকেটের দেখা মিলতে পারে। এই ধরনের উইকেট গতি সাথে অনেক বাউন্সের দেখা মিলবে। যেখানে পেসারদের পাশাপাশি স্পিনাররাও বেশ সুবিধা পাবে।
আরও পড়ুন:
» যেসব রেকর্ডের সামনে বাংলাদেশ-ভারত সিরিজ
» তামিমের বিসিবিতে যোগ দেয়ার গুঞ্জন, যা বললেন ফারুক
বাংলাদেশ স্পিন-পেস দুই বিভাগেই এখন বেশ শক্তিশালী অবস্থানে আছে। সবশেষ টেস্ট সিরিজের পাকিস্তানের মাটিতে দুই বিভাগেই নৈপুণ্য দেখিয়ে সিরিজ জিতেছে তারা। তবে ভারতে কন্ডিশন বিবেচনায় বাড়তি স্পিনার রাখা হতে পারে দলে। তাই সেভাইবেই প্রস্তুতি নিচ্ছেন স্বাগতিকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, বাংলাদেশের দুই বিশ্বমানের স্পিনার রয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তাদেরকে মোকাবিলা করার চিন্তা মাথায় রেখেই নেটে অনুশীলন করছেন রোহিত-কোহলিরা।
সবশেষ ২০১৯ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজের দুটো টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। তাছাড়া ভারতের বিপক্ষে মোট ১৩ টেস্ট খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এই সিরিজে নতুন ইতিহাস গড়ার সুযোগ আছে শান্ত-মিরাজদের সামনে।
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৪/বিটি