Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

Bangladesh-India Test and T20 series schedule announced
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ছবি- সংগৃহীত

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথমে দুটি টেস্ট এবং পরবর্তীতে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৮-২৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর কানপুরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় সকাল সকাল ১০টায় শুরু হবে ম্যাচগুলো।

টেস্ট সিরিজ শেষে ৬ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মধ্য প্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর দুইদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আরও পড়ুন:

» ক্রীড়া উপদেষ্টার কাছে কী চাইবেন পেসার শরিফুল ইসলাম

» ক্রীড়া জগতের সবচেয়ে দামি প্রস্তাব পেলেন ভিনিসিয়ুস

১২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ।

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের সূচি

 ম্যাচ  তারিখ  ভেন্যু   সময়
 প্রথম টেস্ট  ১৮-২৩ সেপ্টেম্বর  চেন্নাই  সকাল ১০টা
 দ্বিতীয় টেস্ট  ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর  কানপুর  সকাল ১০টা

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি

 ম্যাচ  তারিখ  ভেন্যু   সময়
 প্রথম টি-টোয়েন্টি  ৬ অক্টোবর  গোয়ালিয়র  সন্ধ্যা সাড়ে ৭টা
 দ্বিতীয় টি-টোয়েন্টি  ৯ অক্টোবর  দিল্লি  সন্ধ্যা সাড়ে ৭টা
 তৃতীয় টি-টোয়েন্টি  ১২ অক্টোবর  হায়দরাবাদ  সন্ধ্যা সাড়ে ৭টা

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট