Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-ভারত টেস্ট : মাঠে বসে দেখতে কত গুনতে হবে?

বাংলাদেশ-ভারত ম্যাচে দর্শক। ছবি- সংগৃহীত

চলতি মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। বর্তমান সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এই সিরিজ নিয়ে বেশ সিরিয়াস ও সাবধানী স্বাগতিকরা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই সিরিজ। এবার প্রথম টেস্টের টিকিট মূল্য প্রকাশ করল তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশন।

দীর্ঘ বেশ কিছুদিন যাবত বাংলাদেশ ও ভারত দু’দেশের জনগণের মাঝে একটা স্নায়ু চাপ বা প্রতিযোগিতামূলক মনোভাব বিরাজ করছে। সেই বিষয়টা আরও স্পষ্ট হয়ে উঠেছে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে।

এদিকে সম্প্রতি পাকিস্তানকে তাদের ঘরের মাঠে গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে এসেছে টাইগাররা। আর এরপর থেকে বাংলাদেশ সিরিজ বেশ গুরুত্বের সাথে দেখছে ভারত। এদিকে দু’দেশের মধ্যকার বর্তমান পরিস্থিতির কারণে ক্রিকেট ঘিরে হামলার হুমকিও এসেছে। এমন উত্তেজনাকর সিরিজে দর্শকদের আগ্রহের কারণে চড়া মূল্যে বিক্রি হবে চেন্নাই টেস্টের টিকিট।

চেন্নাইতে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের পুরো টেস্ট ম্যাচ দেখতে একজন দর্শককে খরচ করতে হবে অন্তত ৭ হাজার ১৩০ টাকা। এছাড়া প্রতিদিনের খেলা দেখতে ১ হাজার থেকে ১৫ হাজার রুপির টিকিট রেখেছে রাজ্যটির ক্রিকেট এসোসিয়েশন। সি, ডি, ই লোয়ার টায়ারের স্ট্যান্ডে বসে প্রতিদিনের ম্যাচ দেখতে কিনতে হবে ১ হাজার রুপি বা ১ হাজার ৪২৬ টাকার টিকিট।

আই, জে, কে লোয়ার টায়ারের স্ট্যান্ডে ২ হাজার রুপি বা ২ হাজার ৮৫২ টাকা এবং আপার টায়ারের স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে ১২৫০ রুপি বা ১ হাজার ৭৮২ টাকা খরচ করতে হবে। এবং শীততাপ নিয়ন্ত্রিত হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে খরচ হবে ১০ হাজার রুপি।

এছাড়া কেএমকে টেরেস ৫ হাজার রুপি ও জে স্ট্যান্ডের শীততাপ নিয়ন্ত্রিত হসপিটালিটি বক্সে বসে খেলা দেখতে একেকদিনের জন্য খরচ করতে হবে ১৫ হাজার রুপি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ২১ হাজার টাকার সমান। গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করে টিকেটের মূল্য তালিকা প্রকাশ করে তামিলনাডু ক্রিকেট এসোসিয়েশন।

আরও পড়ুন: বিশ্বকাপে ভালো করতে নেইমারকে প্রয়োজন, বললেন রদ্রিগো

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট